সবচেয়ে বেশি করোনা সংক্রমণ ঢাকায়
দেশে করোনাভাইরাস সংক্রমণের সংখ্যার দিক দিয়ে ঢাকা শহর সবচেয়ে এগিয়ে রয়েছে বলে জানিয়েছে আইইডিসিআর।
সোমবার (২৩ মার্চ) করোনা পরিস্থিতি নিয়ে নিয়মিত ব্রিফিংয়ে এ কথা জানান সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) পরিচালক মীরজাদি সেব্রিনা ফ্লোরা।
তিনি বলেন, এখন পর্যন্ত আমরা ৬২০ জনের নমুনা সংগ্রহ করেছি। এর মধ্যে ৩৩ জনের শরীরে করোনাভাইরাস পাওয়া গেছে। করোনায় আক্রান্ত হয়ে এ পর্যন্ত দেশে তিনজনের মৃত্যু হয়েছে। আক্রান্ত রোগীর সংখ্যা সবচেয়ে বেশি ঢাকা শহরে, ১৫ জন। দ্বিতীয় স্থানে রয়েছে মাদারীপুর, সেখানে ১০ জন সংক্রমণের শিকার হয়েছেন। এছাড়া নারায়ণগঞ্জে তিনজন, গাইবান্ধায় দু’জন, কুমিল্লায় একজন, গাজীপুরে একজন ও চুয়াডাঙ্গায় একজনের দেহে করোনা পাওয়া গেছে।
৩৩ জন আক্রান্তে মধ্যে ১৩ জন বিদেশ থেকে সংক্রমিত হয়ে এসেছেন দেশে। আর বাকি ২০ জন দেশে সংক্রমণের শিকার হয়েছেন। এর মধ্যে উল্লেখযোগ্য ইতালি ফেরত ছয়জন, যুক্তরাষ্ট্র ফেরত দু’জন, ইউরোপের অন্যান্য রাষ্ট্র থেকে আসা দু’জন, ভারত ফেরত একজন ও বাহারাইন ফেরত দু’জন রয়েছেন।