চুয়াডাঙ্গায় ডায়াগনস্টিক সেন্টারকে ৩০ হাজার টাকা জরিমানা
চুয়াডাঙ্গা শহরের হেলথ্ কেয়ার ডায়াগনস্টিক সেন্টারকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ভুল রক্তের গ্রুপ নির্ণয়ের অভিযোগে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এই জরিমানা করা হয়।
রোববার (২৬ জানুয়ারি) সকালে চুয়াডাঙ্গার সিভিল সার্জন ডা. হাদী জিয়াউদ্দিন আহমেদের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযান সূত্রে জানা গেছে, চুয়াডাঙ্গা পৌর এলাকার পলাশপাড়ার ওয়াসিকুর রহমান শাকিল গত ১৫ জানুয়ারি তার স্ত্রীর রক্তের গ্রুপ ও অন্যান্য পরীক্ষা করাতে হেলথ্ কেয়ার ডায়াগনস্টিক সেন্টারে যান। সেখানে রক্তের গ্রুপ ‘বি’ পজেটিভ আসে। পরবর্তীতে রক্তের গ্রুপ এবং অন্যান্য পরীক্ষার রিপোর্ট নিয়ে তিনি ডা. তাসনিম সারোয়ারকে দেখান।
ডা. তাসনিম সারোয়ার রিপোর্টটি দেখে জানান তার স্ত্রীর রক্তশূন্যতা আছে। আর যেহেতু তিনি অন্তঃসত্ত্বা, এ জন্য তাকে দুই ব্যাগ রক্ত দিতে হবে। পরবর্তীতে ভুক্তভোগী রক্ত দেয়ার জন্য ডোনার সাথে করে সদর হাসপাতালের ব্লাড ব্যাংকে যান। সদর হাসপাতালের ব্লাড ব্যাংক থেকে পুনরায় রক্ত পরীক্ষা করেন। হাসপাতালের ব্লাড ব্যাংক থেকে যে রিপোর্ট দেয়া হয়, তাতে রক্তের গ্রুপ আসে ‘এবি’ পজেটিভ।
এ ঘটনায় শাকিল চুয়াডাঙ্গার সিভিল সার্জনের নিকট লিখিত অভিযোগ করেন। অভিযোগের ভিত্তিতে সিভিল সার্জন ডা. হাদী জিয়াউদ্দিন আহমেদের নেতৃত্বে চুয়াডাঙ্গা জেলা প্রশাসনের নেজারাত ডেপুটি কালেক্টর সাইফুল ইসলাম সাঈফ, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান, সদর উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আওলিয়ার রহমান রোববার সকালে হেলথ্ কেয়ার ডায়াগনস্টিক সেন্টারে অভিযান পরিচালনা করেন।
অভিযানে অভিযোগের সত্যতা প্রমাণিত হওয়ায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ওই প্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলাম সাঈফ।