বিমানের অভ্যন্তরীণ রুটের আরও কয়েকটি ফ্লাইট বাতিল

  • স্পেশাল করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

ফাইল ছবি

ফাইল ছবি

করোনাভাইরাসের কারণে আবারও অভ্যন্তরীণ আকাশপথে বেশ কয়েকটি ফ্লাইট বাতিল করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।

এর আগে ১৯, ২০, ২১ ও ২২ মার্চের কয়েকটি ফ্লাইট বাতিল করেছিল রাষ্ট্রীয় এয়ারলাইন্স সংস্থাটি।

বিজ্ঞাপন

রোববার (২২ মার্চ) বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মোকাব্বির হোসেন বার্তা২৪.কমকে বিমানের ফ্লাইট বাতিলের তথ্যের সত্যতা নিশ্চিত করেন।

জানা যায়, আগামী ২৬ মার্চ থেকে ৩১ মার্চ পর্যন্ত ঢাকা-যশোর-ঢাকা, ঢাকা-রাজশাহী-ঢাকা এবং ঢাকা-সৈয়দপুর-ঢাকা রুটের ফ্লাইটগুলো বাতিল করা হয়েছে।

বিজ্ঞাপন

এছাড়া আগামী ২৭ মার্চ থেকে ৩১ মার্চ পর্যন্ত ঢাকা-বরিশাল-ঢাকা রুটের ফ্লাইট বাতিল হয়েছে।

আগামী ২৫ মার্চ থেকে ৩১ মার্চ পর্যন্ত ঢাকা-কক্সবাজার-ঢাকা রুটের ফ্লাইট বাতিল হয়েছে। একই সঙ্গে ঢাকা-সিলেট-ঢাকা রুটে আগামী ২৫ মার্চ থেকে ৩১ মার্চ পর্যন্ত বিজি ৬০১ ও বিজি ৬০২ ফ্লাইট বাতিল হয়েছে।

এছাড়া ২৯ মার্চ ও ৩০ মার্চের বিজি ৪০১ ও ৪০২ ফ্লাইট বাতিল করা হয়েছে।

এর বাইরেও ঢাকা-চট্টগ্রাম-ঢাকা রুটে আগামী ২৫ মার্চ থেকে ৩১ মার্চ পর্যন্ত সবগুলো ফ্লাইট বাতিল করা হয়েছে।