দেশের সব দোকান ও সুপারমার্কেট বন্ধ ঘোষণা

  • স্টাফ করেসপন্ডেন্ট,বার্তা২৪.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

দেশের সুপারমার্কেটগুলোসহ সব দোকান বন্ধের ঘোষণা দেওয়া হয়েছে।

রোববার (২২ মার্চ) দোকান মালিক সমিতির পক্ষ থেকে জানানো হয়েছে, ২৫ মার্চ থেকে ৩১ মার্চ পর্যন্ত দোকানগুলো বন্ধ থাকবে। তবে, কাঁচাবাজার, ওষুধের দোকান এবং নিত্যপ্রয়োজনীয় পণ্যের দোকান খোলা থাকবে।

বিজ্ঞাপন

রোববার (২২ মার্চ) বিকেলে বাংলাদেশ দোকান মালিক সমিতির এক বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। সংগঠনের মহাসচিব জহিরুল হক ভূঁইয়া এই তথ্য জানিয়েছেন।

এর সঙ্গে সঙ্গে নিত্যপ্রয়োজনীয় পণ্য সময় এর পাইকারি ও খুচরা ব্যবসায়ীদের প্রতি অনুরোধ জানানো হয় যে কোন অবস্থাতেই যেন পণ্যের দাম বৃদ্ধি না করা হয়।

বিজ্ঞাপন

তবে বিষয়ে সুপার শপ ওনার্স এ্যাসোসিয়েশনের সভাপতি জাকির হোসেন জানান, দোকান মালিক সমিতির প্রেস বিজ্ঞপ্তির সঙ্গে সুপার শপ বন্ধের কোন সম্পৃক্ততা ও সম্পর্ক নাই। সুপার শপ খোলা থাকবে।