করোনার বিরুদ্ধে সামাজিক সচেতনায় জিওর্দানো

  • নিউজ ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

করোনার বিরুদ্ধে সামাজিক সচেতনায় জিওর্দানো, ছবি: বার্তা২৪.কম

করোনার বিরুদ্ধে সামাজিক সচেতনায় জিওর্দানো, ছবি: বার্তা২৪.কম

রোববার (২২ মার্চ) ভোর থেকে দুপুর পর্যন্ত হংকং ভিত্তিক লাইফস্টাইল সামগ্রী নির্মাতা প্রতিষ্ঠান জিওর্দানো বাংলাদেশের টিম বৈশ্বিক সংকট করোনাভাইরাস প্রতিরোধে সামাজিক সচেতনতা সৃষ্টি ও দরিদ্র অসহায় মানুষের কাছে স্যানিটাইজার সামগ্রী ও মাস্ক বিতরণ করে।

রাজধানী ঢাকার কুড়িল, ভাষাণটেক বস্তিতে জিওর্দানো'র সর্বস্থরের কর্মী ও স্বেচ্ছাসেবকগণ এসময় বস্তির ঘরে ঘরে গিয়ে মাস্ক, সাবান, স্যানিটাইজার প্রদান করেন। একই সঙ্গে তারা সচেতনতামূলক লিফলেট বিতরণ ও করোনা প্রতিরোধে সাধারণ স্বাস্থ্যবিধি সম্পর্কেও বস্তিবাসীদের সরেজমিনে অবহিত করেন।

বিজ্ঞাপন
জিওর্দানো স্বেচ্ছাসেবক টিম, ছবি: বার্তা২৪.কম

তাছাড়া আক্রান্ত হলে সরকারের হটলাইনে যোগাযোগের বিষয়টিও তাদের গোচরে আনা হয়।

জিওর্দানো বাংলাদেশের সিইও শাহ ইসকান্দার আলী স্বপন বার্তা২৪.কমকে জানান, এজন্য আমাদের সকল স্টোর সকাল ১০ টার পরিবর্তে বিকাল ২ টায় খুলেছে। আমরা ঢাকায় নিয়মিতভাবে করোনাভাইরাস সম্পর্কে সমাজের নিম্ন ও অবহেলিত অংশে জনসচেতনতামূলক কার্যক্রম অব্যাহত রাখবো। ঢাকার বাইরে কিশোরগঞ্জের প্রত্যন্ত অঞ্চলেও জিওর্দানো স্বেচ্ছাসেবক টিম ও বিভিন্ন সামগ্রী প্রেরণের প্রস্তুতি নিয়েছে।

বিজ্ঞাপন