সোমবার মন্ত্রিসভার বৈঠক হচ্ছে না

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

করোনাভাইরাসের প্রাদুর্ভাবের মধ্যে আগামীকাল সোমবার (২৩ মার্চ) মন্ত্রিসভার নিয়মিত বৈঠক হচ্ছে না। রোববার (২২ মার্চ) দুপুরে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম বার্তা২৪.কম-কে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, আগামীকাল সোমবার মন্ত্রিসভার বৈঠকটি হচ্ছে না, সংশ্লিষ্টদের সেটি জানিয়ে দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

জানা গেছে, মুজিব বর্ষের ২২ ও ২৩ মার্চ সংসদের বিশেষ অধিবেশন থাকায় সোমবারের মন্ত্রিসভা বৈঠকের সূচি আগে থেকেই নির্ধারিত ছিল না। ওই অধিবেশন স্থগিত হলেও সোমবার মন্ত্রিসভার কোনো বৈঠক নেই।

সাধারণত প্রতি সোমবার মন্ত্রিসভার নিয়মিত বৈঠক হয়। প্রধানমন্ত্রী দেশের বাইরে থাকলে মন্ত্রিসভার কোনো বৈঠক হয় না। এছাড়া প্রধানমন্ত্রী চাইলে যে কোনো সময় মন্ত্রিসভার বিশেষ বৈঠক আহ্বান করতে পারেন।

বিজ্ঞাপন