বিশ্ব স্বাস্থ্য সংস্থা লকডাউন করার পরামর্শ দেয়নি: তথ্যমন্ত্রী

  বাংলাদেশে করোনাভাইরাস
  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

ড. হাছান মাহমুদ, ছবি: বার্তা২৪.কম

ড. হাছান মাহমুদ, ছবি: বার্তা২৪.কম

বিশ্ব স্বাস্থ্য সংস্থা বাংলাদেশে লকডাউন করে দেওয়ার মতো কোনো পরামর্শ দেয়নি বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। রোববার (২২ মার্চ) সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান। 

মন্ত্রী বলেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থার আবাসিক প্রতিনিধির বরাত দিয়ে যে সংবাদটি গতকাল প্রকাশিত হয়েছে, সে ব্যাপারে বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে বলা হয়েছে, তারা এ ধরনের পরামর্শ এ মুহূর্তে দেননি। ভবিষ্যতে কি হতে পারে, তারা তা নিয়ে আলোচনা করছেন। এ মুহূর্তে সব কিছু লকডাউন করে দেওয়ার মত পরামর্শ তাদের কাছ থেকে দেওয়া হয়নি বলে তারা জানিয়েছেন।

বিজ্ঞাপন

করোনাভাইরাস ইস্যুতে সরকার নানা ধরনের পদক্ষেপ নিয়েছে জানিয়ে তথ্যমন্ত্রী আরো বলেন, পর্যায়ক্রমে যখন যেটা প্রয়োজন, সেটি করা হবে।

এ সময় চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনসহ কয়েকটি উপ-নির্বাচন স্থগিত করায় নির্বাচন কমিশনকে ধন্যবাদ জানান তথ্যমন্ত্রী।

বিজ্ঞাপন

তিনি বলেন, এটি অত্যন্ত সময়োপযোগী সিদ্ধান্ত। গতকাল যে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে, সেটিও স্থগিত করা যায় কিনা, তা নিয়ে নির্বাচন কমিশন চিন্তা-ভাবনা করেছিল। কিন্তু নির্বাচনের একদিন আগে সমস্ত প্রস্তুতি যখন শেষ, সে মুহূর্তে সেটি (স্থগিত) করতে পারেনি।