দিয়াবাড়িতে হচ্ছে না কোয়ারান্টাইন সেন্টার

  বাংলাদেশে করোনাভাইরাস
  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: বার্তা২৪.কম

ছবি: বার্তা২৪.কম

রাজউকের উত্তরা অ্যাপার্টমেন্ট প্রকল্পের একটি ভবনে করোনাভাইরাসের কোয়ারান্টাইন সেন্টার খোলার সিদ্ধান্ত প্রত্যাহার করে নেওয়া হয়েছে। শনিবার (২১ মার্চ) আন্তবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

আইএসপিআর সূত্র জানায়, সরকার নতুন যেখানে জায়গা দেবে, সেখানে কোয়ারান্টাইন সেন্টার স্থাপন করা হবে।

বিজ্ঞাপন

করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে দুটি কোয়ারান্টাইন দায়িত্ব সেনাবাহিনীকে দেওয়া হয়। কেন্দ্র দুটি হল, আশকোনায় হজ ক্যাম্প ও উত্তরা ১৮ নম্বর সেক্টরে অবস্থিত দিয়াবাড়ির রাজউকের অ্যাপার্টমেন্ট প্রকল্প এলাকা। আজ দিয়াবাড়ির সেন্টারটি প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হল।

হজ ক্যাম্পে ও উত্তরার দিয়াবাড়ীতে রাজউক উত্তরা অ্যাপার্টমেন্ট প্রকল্পের (আবাসিক) মধ্যে কোয়ারেন্টিন সেন্টার খোলায় প্রতিবাদ জানিয়েছেন স্থানীয়রা।

এর আগে শুক্রবার সকালে থেকে বাংলাদেশ সেনাবাহিনীর তত্ত্ববধানে এই দুটি কোয়ারান্টাইন সেন্টারের কাজ শুরু হয়। তখন থেকেই হজ ক্যাম্পের সামনে রাস্তায় ও দিয়াবাড়িতে রাজউক উত্তরা অ্যাপার্টমেন্ট প্রকল্পের সামনে বসে প্রতিবাদ জানায় স্থানীয়রা।