করোনা আক্রান্ত দেশে থেকে এলে স্বেচ্ছায় কোয়ারেন্টাইনে

  বাংলাদেশে করোনাভাইরাস
  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটে সংবাদ সম্মেলন

রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটে সংবাদ সম্মেলন

করোনাভাইরাসে আক্রান্ত দেশে থেকে আসা বাংলাদেশিদের স্বেচ্ছায় ১৪ দিন নিজের বাড়িতে কোয়ারেন্টাইনে থাকতে বলেছেন সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর)।

বুধবার (১১ মার্চ) বেলা সোয়া ১২টায় এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন আইইডিসিআর পরিচালক অধ্যাপক মীরজাদী সেব্রিনা ফ্লোরা।

বিজ্ঞাপন

তিনি বলেন, করোনাভাইরাসে আক্রান্ত দেশে থেকে কেউ কোনো কাজে আসলে তারা মাস্ক ব্যবহার করবেন। প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে যাবেন না। করোনাভাইরাসে আক্রান্ত দেশ না তবুও দেশের বাইরে থেকে আসলে কোয়ারেন্টাইনে থাকার পরামর্শ দেন তিনি। যারা অল্প সময়ের জন্য কোনো কাজে এসেছেন তারা সবার থেকে এক মিটার দূরত্ব বজায় রেখে চলবেন।

বর্তমানে কোয়ারেন্টাইনে আছে মোট চারজন। করোনায় আক্রান্ত তিনজনের মধ্যে ২ জনের পরীক্ষায় নেগেটিভ এসেছে। যেকোনো জনসমাগমস্থল এড়িয়ে চলার জন্য আবারও আহ্বান জানান মীরজাদী সেব্রিনা ফ্লোরা।

করোনাভাইরাসে আক্রান্ত দেশের সংখ্যা ১১০। নতুন করে করোনায় আক্রান্ত দেশের সংখ্যা ৫টি। মোট আক্রান্ত রোগীর সংখ্যা ১১৩৭০২ জন। গত ২৪ ঘণ্টায় নতুন আক্রান্তে সংখ্যা ৪১২৫ জন মোট মৃত্যৃর সংখ্যা ৪০১২ জন।