ঢাকায় ঘন কুয়াশা, তীব্র শীত

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

ঢাকায় ঘন কুয়াশা

ঢাকায় ঘন কুয়াশা

রাজধানী ঢাকাসহ সারা দেশে শীতের প্রকোপ বাড়ছে। ঘন কুয়াশা আর উত্তর-পশ্চিম দিক থেকে বয়ে আসা ঠান্ডা বাতাস শীতের তীব্রতাকে আরও বৃদ্ধি করেছে।

শনিবার (২১ ডিসেম্বর) ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১২ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। এই হাড়কাঁপানো শীতে বেশি কাঁপছে যশোর। সেখানে দেশের সর্বনিম্ন তাপমাত্রা ১০ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।

বিজ্ঞাপন

আজ সকালে বার্তা২৪.কমকে বিষয়টি জানিয়েছেন আবহাওয়া অধিদফতরের আবহাওয়াবিদ বজলুর রহমান।

তিনি জানান, আগামী রোববার (২২ ডিসেম্বর) তাপমাত্রা আরও কমতে পারে। তারপর থেকে তাপমাত্রা কিছুটা বাড়বে।

এই আবহাওয়াবিদ আরও জানান, দেশের বেশির ভাগ অঞ্চলের তাপমাত্রা কমে শীত অনুভূত হচ্ছে।

এদিকে আজ ঘন কুয়াশার কারণে হযরত শাহজালাল ও শাহ আমানত বিমানবন্দরে বিমান ওঠানামা বন্ধ রাখা হয়। এ দুটি বিমানবন্দরের দায়িত্বরত কর্মকর্তারা বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, আবহাওয়া অনুকূলে আসলে বিমান ওঠানামা স্বাভাবিক হবে।