মেহেরপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ১

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, মেহেরপুর
  • |
  • Font increase
  • Font Decrease

মেহেরপুরে মোটরসাইকেল দুর্ঘটনা/ছবি: সংগৃহীত

মেহেরপুরে মোটরসাইকেল দুর্ঘটনা/ছবি: সংগৃহীত

মেহেরপুরের গাংনীর চৌগাছা নামক স্থানে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে লিখন হোসেন (২৮) নামের এক যুবক নিহত হয়েছে। আজ শুক্রবার সকালে দুর্ঘটনার পর রাজশাহী মেডিকেলে নেওয়ার পথে বিকেলে তার মৃত্যু হয়।

নিহত লিখন পেশায় মাইক্রোবাস চালক। সে গাংনী উপজেলার ষোলটাকা গ্রামের রহিদুল ইসলামের ছেলে।

বিজ্ঞাপন

স্থানীয় ও পুলিশ সুত্রে জানা গেছে, সকালে মোটরসাইকেলযোগে গাংনী-কাথুলী সড়ক দিয়ে বাড়ির দিকে যাচ্ছিলেন লিখন। চৌগাছা বড় সমজিদ এলাকায় পৌঁছুলে বিপরিত দিক থেকে আসা একটি ইজিবাইক (ব্যাটারি চালিতি থ্রি হুইলার) সাইড দিতে গিয়ে সজোরো ব্রেক করেন। এতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের উপরে আছড়ে পড়েন লিখন। মাথায় গুরুতর আঘাতপ্রাপ্ত অবস্থায় তাকে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।

গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরেএমও) ডাঃ মাসুদুজ্জামান জানান, তার মাথায় গুরুতর আঘাতে প্রচুর রক্তক্ষরণ চলছিল। প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে রাজশাহী মেডিকেলে রেফার করা হয়।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে গাংনী থানার অফিসার ইনচার্জ (ওসি) বনি আমিন জানান, মরদেহ বাড়িতে পৌঁছুলে সুরতাল রিপোর্ট করা কবে। বিষয়টি তদন্ত করার জন্য পুলিশের একটি টিমকে দায়িত্ব দেওয়া হয়েছে।