স্যার ফজলে হাসান আবেদের মৃত্যুতে পররাষ্ট্রমন্ত্রীর শোক

  • স্পেশাল করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

স্যার ফজলে হাসান আবেদ, ছবি: সংগৃহীত

স্যার ফজলে হাসান আবেদ, ছবি: সংগৃহীত

ব্র্যাকের প্রতিষ্ঠাতা স্যার ফজলে হাসান আবেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন। তিনি শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।

এক শোক বার্তায় পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘ফজলে হাসান আবেদের সঙ্গে আমার পরিচয় ১৯৭২ সাল থেকে । তিনি অত্যন্ত দৃঢ় ব্যক্তিত্বের অধিকারী ছিলেন। তার প্রতিষ্ঠিত ব্র্যাক প্রতিষ্ঠালগ্ন থেকে বাংলাদেশসহ পৃথিবীর অসংখ্য দরিদ্র ও অসহায় মানুষকে সেবা দিয়েছে। ফজলে হাসান আবেদের অবদান এদেশের মানুষ চিরদিন মনে রাখবে।’

বিজ্ঞাপন

ড. মোমেন মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন।

উল্লেখ্য, দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন ব্র্যাকের প্রতিষ্ঠাতা ও ইমেরিটাস চেয়ার স্যার ফজলে হাসান আবেদ। শুক্রবার রাত ৮টা ২৮ মিনিটে রাজধানীর অ্যাপোলো হাসপাতালে মারা যান তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৩ বছর। তিনি স্ত্রী, এক মেয়ে, এক ছেলে এবং তিন নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

আরও পড়ুন: সততা-বিনয়-মানবিকতার বিরল দৃষ্টান্ত ছিলেন ফজলে হাসান আবেদ