আমরণ অনশনে সাধারণ ছাত্র কল্যাণ পরিষদ

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

প্রেস ক্লাবের সামনে অনশন করছেন ছাত্ররা/ ছবি: বার্তা২৪.কম

প্রেস ক্লাবের সামনে অনশন করছেন ছাত্ররা/ ছবি: বার্তা২৪.কম

বাংলাদেশে সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ বছর করাসহ ৪ দফা দাবিতে আমরণ অনশনে নেমেছে বাংলাদেশ সাধারণ ছাত্র কল্যাণ পরিষদ।

শুক্রবার (২০ ডিসেম্বর) জাতীয় প্রেসক্লাবের সামনে টানা তিন দিনের মতো আমরণ অনশন করছে তারা। এর আগে বুধবার (১৮ ডিসেম্বর) থেকে তারা আমরণ অনশন শুরু করে।

বিজ্ঞাপন

সরেজমিনে দেখা যায়, আমরণ অনশনরত শিক্ষার্থীরা জাতীয় প্রেসক্লাবের সামনে কাফনের কাপড় পরে শুয়ে আছে। তীব্র শীত আর খাবার না খাওয়ায় ইতোমধ্যেই দুইজন অসুস্থ হয়ে পড়েছেন।

বাংলাদেশ সাধারণ ছাত্র কল্যাণ পরিষদের প্রধান সমন্বয়ক মুজাম্মেল মিয়াজী বার্তা২৪.কমকে বলেন, বিশ্বের ১৬২টি দেশে চাকরিতে আবেদনের বয়সসীমা ৩৫ বছর। সেখানে বাংলাদেশে সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা কেন ৩০ বছর হবে। আমরা সেশনজটে ৪ বছর হারিয়েছি, আমাদের গড় আয়ু ৫৭ থেকে ৭৩ বছর হয়েছে, বাড়ানো হয়েছে অবসরের বয়সসীমা, তাহলে কেন চাকরিতে আবেদনের বয়সসীমা বাড়বে না? এটা প্রায় ২৮ লাখ যুবসমাজের যৌক্তিক দাবি। আশা করি প্রধানমন্ত্রী আমাদের ৪ দফা দাবি মেনে নিয়ে শিক্ষার্থীদের মুখে হাসি ফোটাবেন।

আমরণ অনশনরত উজ্জ্বল সরকার বলেন, এই তীব্র শীতের মধ্যে খোলা আকাশের নিচে আমরা দীর্ঘ ৩ দিন যাবৎ না খেয়ে অনশন করছি। ইতোমধ্যেই আমাদের অনেকে অসুস্থ হয়ে পড়েছেন। তাদের স্যালাইন দিয়ে রাখা হয়েছে।

জাতীয় প্রেসক্লাবের সামনে আমরণ অনশনরত শিক্ষার্থীদের মধ্যে রয়েছেন, মুজাম্মেল মিয়াজী, সুরাইয়া ইয়াসমিন, সজিব আহম্মেদ, মোসাদ্দেক আলী রাসেলসহ বাংলাদেশ সাধারণ ছাত্র কল্যাণ পরিষদের শিক্ষার্থীরা।