ঢাকা সিটির ভোট জানুয়ারির শেষ সপ্তাহে: ইসি সচিব

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব মো. আলমগীর, ছবি: বার্তা২৪.কম

নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব মো. আলমগীর, ছবি: বার্তা২৪.কম

ঢাকার দুই সিটির নির্বাচন জানুয়ারির শেষ সপ্তাহে হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব মো. আলমগীর।

তিনি বলেছেন, ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনের তফসিল আগামী সপ্তাহে হতে পারে। দুই সিটির ভোটের দিন-তারিখ এখনও ঠিক হয়নি। আগামী কমিশন সভায় তা চূড়ান্ত হবে বলে আশা করি।

বিজ্ঞাপন

বুধবার (১১ ডিসেম্বর) সন্ধ্যায় কমিশন সভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এই সম্ভাবনার কথা জানান ইসি সচিব।

তিনি বলেন, 'সিটি নির্বাচন সম্পূর্ণ ইভিএমে হবে। ইভিএমে ভোট করতে হলে আমাদের কেন্দ্র, ভোটার সংখ্যা, বুথ সংখ্যা এগুলো বিবেচনায় নিতে হবে। ইভিএমে কতখানি প্রস্তুতি আছে, আর কতখানি লাগবে এগুলো হিসাবে নিয়েই তারিখ নির্ধারণ করতে হবে। সবকিছুই আগামী সপ্তাহে কমিশন সভায় চূড়ান্ত করা হবে। কমিশন সভায় চূড়ান্ত হলে তখনই আশা করি নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে।'

মো. আলমগীর বলেন, 'জানুয়ারির শেষ সপ্তাহ আমাদের শেষ তারিখ। এরপরে যাওয়ার আইনগত কোনো সুযোগ নাই। যাইহোক না কেন, আমরা জানুয়ারির শেষ সপ্তাহের মধ্যে নির্বাচন করব। তবে আমি যেহেতু কমিশন না, কমিশনের মুখপাত্র, কমিশন যতক্ষণ না পর্যন্ত সিদ্ধান্ত না দিচ্ছে ততক্ষণ পর্যন্ত বলতে পারছি না।'

ইসির সিনিয়র সচিব জানান, নির্বাচন প্রশিক্ষণ সংক্রান্ত বাজেটের নীতিমালা আলোচনা হয়েছে। এটা নিয়ে আরও আলোচনা হবে, চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি। গণপ্রতিনিধিত্ব আইন ২০১৯ এর খসড়ার বিষয়ে আলোচনা হয়েছে, আরও আলোচনা হবে। সংসদীয় আসনের সীমানা নির্ধারণ আইন ২০১৯ এর খসড়া চূড়ান্ত করা হয়েছে। এটা এখন আইন মন্ত্রণালয়ে পাঠিয়ে দেব। একাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রতিবেদন মুদ্রণের বিষয়টি নীতিগতভাবে অনুমোদন করা হয়েছে। নির্বাচন কমিশন নিয়ে প্রামাণ্যচিত্র হবে। এ ছাড়াও ইউনিয়ন পরিষদের নির্বাচন নিয়ে আলোচনা হয়েছে।