হাত কাটলে দিত মাথা ফাটার সনদ, আটক ১

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

‘মেডিকেল সনদ’ জালিয়াতি চক্রের মূল হোতা আরিফ, ছবি: বার্তা২৪.কম

‘মেডিকেল সনদ’ জালিয়াতি চক্রের মূল হোতা আরিফ, ছবি: বার্তা২৪.কম

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) ‘মেডিকেল সনদ’ জালিয়াতি চক্রের বিরুদ্ধে অভিযান চালিয়ে চক্রের মূল হোতা আরিফকে আটক করেছে র‍্যাব। তিনি ঢামেকের চতুর্থ শ্রেণির কর্মচারী।

সোমবার (২ ডিসেম্বর) দুপুরে র‌্যাব এ অভিযান চালায়। র‌্যাব কর্মকর্তা মেজর জাহাঙ্গীর এতে নেতৃত্ব দেন।

বিজ্ঞাপন

আটকের বিষয়টি নিশ্চিত করে মেজর জাহাঙ্গীর বার্তা২৪.কমকে বলেন, এই চক্রটি দীর্ঘদিন ধরে ঢাকা মেডিকেল নার্সিং ইনস্টিটিউটের ভেতরে মেডিকেল জাল সনদ তৈরি করে আসছিল। অভিযানের সময়ে একটি রুম থেকে একাধিক ডাক্তারের সিল এবং বিপুল পরিমাণ জালসনদ উদ্ধার করা হয়েছে।

তিনি জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আরিফ জানিয়েছে কেউ হাত কেটে আসলে ঢাকা মেডিকেল থেকে তাদের প্রয়োজন অনুযায়ী মাথা ফাটার জাল সনদ দিত। এভাবে টাকার বিনিময়ে এসব কাজ করতো তারা।

র‍্যাবের এই কর্মকর্তা আরও জানান, প্রতারক আরিফ তার চক্রের কয়েকজনের নাম বলেছে। এখন তাদের ধরতে মেডিকেলের ভেতরে অভিযান চলছে।