ডিআরইউ নির্বাচন: ভোট গ্রহণ শেষ, চলছে গণনা

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

ডিআরইউ নির্বাচন/ ছবি:বার্তা২৪.কম

ডিআরইউ নির্বাচন/ ছবি:বার্তা২৪.কম

ঢাকা রিপোর্টার্স ইউনিটির কার্যনির্বাহী পরিষদ নির্বাচনের ভোট গ্রহণ শেষে চলছে গণনা। শনিবার (৩০ নভেম্বর) বিকেল পাঁচটায় ভোট গ্রহণ শেষ হয়।

এর আগে আজ (শনিবার) সকাল নয়টা ভোট গ্রহণ শুরু হয়।

বিজ্ঞাপন

এবারের নির্বাচনে সভাপতি পদে পাঁচজন ও সাধারণ সম্পাদক পদে তিনজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) ২০২০ মেয়াদের কার্যনির্বাহী কমিটির নির্বাচনে সভাপতি-সাধারণ সম্পাদকসহ কার্যনির্বাহী পরিষদের মোট ২১টি পদে প্রার্থীরা এবার প্রতিদ্বন্দ্বিতা করছেন। মোট ভোটার সংখ্যা ১৬৩৫ জন।

২১ টি পদের জন্য মোট লড়াই করেছেন আটত্রিশ জন। এর মধ্যে চার জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় লাভ করেন। ভোট গ্রহণ শেষে প্রধান নির্বাচন কমিশনার রিয়াজ উদ্দীন আহমেদের নেতৃত্বে ভোট গণনা চলছে।