ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের বিষয়ে সিদ্ধান্ত আগামীকাল
ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের দাবি বাস্তবায়নের বিষয়ে আগামীকাল সিদ্ধান্ত হবে বলে জানিয়েছেন আন্দোলনরত শিক্ষকদের প্রতিনিধি দল। একইসঙ্গে সিদ্ধান্ত না আসা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন আন্দোলনরত শিক্ষকরা।
রোববার (২৬ জানুয়ারি) সন্ধা ৬টা ১৩মিনিট নাগাদ শাহবাগ থানার একটি পুলিশ ভ্যানে সচিবালয়ে উদ্দেশ্যে শিক্ষকদের একটি প্রতিনিধি দলটি রওনা দেন। পরে সেখান থেকে ফিরে এসে এসব জানান ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষক ঐক্য জোটের চেয়ারম্যান কাজী মোখলেসুর রহমান।
ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষক ঐক্য জোটের চেয়ারম্যান কাজী মোখলেসুর রহমান বলেন, মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিবের নেতৃত্বে তারা আমাদের সঙ্গে আলোচনা করেছেন। আলোচনার প্রেক্ষিতে আমরা আমাদের দাবি দাবা জানাই জানিয়েছি। তারা বলেছেন আমরা আপনাদের পক্ষ থেকে দাবি-দাওয়া শুনেছি। লিখিত আকারে কাগজপত্র নিয়েছি। আগামীকাল আমাদের মিটিং আছে আমরা আমাদের জায়গা থেকে প্রধান উপদেষ্টা এবং শিক্ষা সচিবের সঙ্গে আমরা বসবো এবং তাদেরকে এই মেসেজ জানাবো এরপর মেসেজ অনুযায়ী আপনাদের শিক্ষা প্রতিনিধিদের সঙ্গে আলোচনার মাধ্যমে আমরা একটা সিদ্ধান্ত নিব।
তিনি বলেন, আমরা সেখান থেকে বের হয়ে একটা সিদ্ধান্ত নিয়েছি যতক্ষণ পর্যন্ত মন্ত্রণালয় অথবা প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে আমাদের শিক্ষকদের দাবি জাতীয়করণের প্রজ্ঞাপন না দেয়া পর্যন্ত চলমান আন্দোলনের কর্মসূচির শাহবাগের এই রাজপথেই লাগাতার অবস্থান কর্মসূচি চলবে। আমরা এখানে আগামীকাল পর্যন্ত অপেক্ষা করব এর মধ্যে যদি সরকারের পক্ষ থেকে কোন ধরনের সিদ্ধান্ত না আসে তাহলে আমরা কঠোর কর্মসূচি ঘোষণা দিব।