গরু চুরির অভিযোগে ধরা পড়ল দুই বছরের দণ্ডপ্রাপ্ত শহীদ
ময়মনসিংহের নান্দাইলে গরু চুরির অভিযোগে মোঃ শহীদ মিয়া (৫২) নামে এক ব্যক্তিকে আটক করে পুলিশে সোপর্দ করে স্থানীয় জনতা।
পুলিশ থানায় আনার পর জানতে পারে শহীদের বিরুদ্ধে মাদক মামলায় গত এক বছর আগে আদালত দুই বছরের সশ্রম কারাদণ্ড, ৫০ হাজার টাকা অর্থদণ্ড ও অনাদায়ে আর এক বছরের কারাদণ্ড দণ্ডিত করেন। এরপর থেকেই তিনি পলাতক ছিলেন।
রোববার (২৬ জানুয়ারি) দুপুরে তাকে পরোয়ানার মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এর আগে শনিবার স্থানীয় জনতা শহীদকে আটক করে পুলিশে সোপর্দ করে।
স্থানীয় সূত্র জানায়, নান্দাইল উপজেলার গাঙাইল ইউনিয়নের পংকরহাটি গ্রামের মৃত আব্দুর বারেকের ছেলে মো. শহিদ মিয়া (৫২) এলাকায় চিহ্নিত মাদক ব্যবসায়ী ও চোরচক্রের হোতা।
গত ২২ জানুয়ারি রাতে এলাকার মো. নজরুল ইসলামের গোয়ালঘর থেকে আড়াই লাখ টাকা মূল্যের দুটি বড় ষাঁড় গরু চুরি হয়। তথ্যানুসন্ধানে জানা যায়, ওই গরু দুটি চুরির সঙ্গে শহিদসহ আরো কয়েকজন জড়িত। এরপর থেকে শহিদ গা ঢাকা দেয়।
ভুক্তভোগী নজরুল ইসলাম জানান, তিনি খবর পান অভিযুক্ত শহিদ তার সাঙ্গপাঙ্গদের নিয়ে এলাকার একটি ফিসারির পাড়ে বসে মাদক সেবন করছে। পরে সেখান থেকে গতকাল শনিবার দুপুরে ধাওয়া করে শহিদকে ধরে পুলিশে খবর দেওয়া হয়। রাতে শহিদের নামে আরো মামলা আছে কিনা যাচাইকালে দেখা যায়, ২০২০ সালের একটি মাদক মামলায় তার দুই বছরের সশ্রম কারাদণ্ডের রায় হয়েছিল।
নান্দাইল মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) ফরিদ আহম্মেদ জানান, পরোয়ানা তামিল করে শহিদকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। অপরদিকে গরু চুরির অভিযোগটি প্রক্রিয়াধীন রয়েছে