পাহাড় খেকোদের বিরুদ্ধে যৌথবাহিনীর অভিযান, আটক ৫

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, খাগড়াছড়ি
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

খাগড়াছড়িতে পাহাড় খেকোদের বিরুদ্ধে অভিযানে নেমে ৫ জনকে আটক করেছে যৌথবাহিনী। 

শনিবার (২৫ জানুয়ারি) রাত পর্যন্ত মানিকছড়িতে যৌথবাহিনীর অভিযান পরিচালনা করা হয়। 

বিজ্ঞাপন

আটককৃতরা হলো, মো. আব্দুল হাই, শওকত হোসেন সাকিব, সুমন, থোয়াইউ মারমা ও আকতার হোসেন। এ সময় একটি ড্রেজার মেশিন, তিনটি মিনি পিকআপ ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়।

আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে বলে নিশ্চিত করেন মানিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহমুদুল হাসান।

বিজ্ঞাপন

যৌথবাহিনীর সূত্র জানায়, জেলার অন্যান্য উপজেলার মতো শুষ্কমৌসুমে মানিকছড়িতে বেপরোয়া হয়েছে উঠেছে পাহাড় কাটার সিন্ডিকেট। চুক্তির মাধ্যমে রাতের আধাঁরে পাহাড় কেটে সাবাড় করে মাটি নিয়ে ব্যবসা চলছে। এসব তথ্যের ভিত্তিতে সিন্দুকছড়ি জোনের আওতাধীন মানিকছড়ি আর্মি ক্যাম্পের সেনা সদস্য ও মানিকছড়ি থানা পুলিশ সদস্যরা মানিকছড়ির সাপুড়িয়া পাড়ায় যৌথ অভিযান পরিচালনা করে। এমন অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়।

সম্প্রতি মানিকছড়ি উপজেলা প্রশাসন অবৈধ পাহাড় কাটা ও বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালিয়ে সাড়ে ৬৪ হাজার ঘনফুট বালু জব্দ করেছে।