মিজানুর রহমান আজহারীর মাহফিলে চুরির হিড়িক, ২১ নারীসহ আটক ২২

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, লালমনিরহাট
  • |
  • Font increase
  • Font Decrease

আজহারীর মাহফিলে চুরির/ছবি: সংগৃহীত

আজহারীর মাহফিলে চুরির/ছবি: সংগৃহীত

লালমনিরহাটে জনপ্রিয় ইসলামি বক্তা মিজানুর রহমান আজহারীর তাফসির মাহফিলে চুরি ও ছিনতাইয়ের ঘটনায় থানায় সাধারণ ডায়েরির (জিডি) হিড়িক পড়েছে। মোবাইল ফোন, টাকা, ও স্বর্ণালঙ্কার চুরির অভিযোগে এখন পর্যন্ত আট থেকে দশটি জিডি দায়ের করা হয়েছে।

শনিবার (১৮ জানুয়ারি) লালমনিরহাটের সোহরাওয়ার্দী মাঠে মাহফিল শুরু হয়। এতে লাখো মানুষের সমাগম ঘটে। অতিরিক্ত ভিড়ের সুযোগ নিয়ে সংঘবদ্ধ চোর চক্র চুরির ঘটনা ঘটায় বলে অভিযোগ উঠেছে।

বিজ্ঞাপন

চুরি ও খোয়া যাওয়ার ঘটনায় নারী চোর চক্র সন্দেহে ২১ নারীসহ মোট ২২ জনকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী। আটক নারীদের বেশিরভাগ সিলেট, হবিগঞ্জ ও ব্রাহ্মণবাড়িয়া অঞ্চলের বলে জানা গেছে। তাদের জিজ্ঞাসাবাদ চলছে।

মাহফিলে অংশ নেওয়া ভুক্তভোগীরা জানান, অতিরিক্ত ভিড়ের মাঝে সংঘবদ্ধ চোর চক্র কৌশলে মোবাইল, টাকা, ও স্বর্ণালঙ্কার হাতিয়ে নেয়। অনেকেই কিছু বুঝে ওঠার আগেই চুরির শিকার হন। ফলে থানা চত্বরে জিডি করতে ভুক্তভোগীদের ভিড় এখনো অব্যাহত।

বিজ্ঞাপন

মাহফিল আয়োজক কমিটির কো-অর্ডিনেটর রায়হান রাজির বলেন, "আমরা সুষ্ঠুভাবে মাহফিল আয়োজনের চেষ্টা করেছি। তবে এই ধরনের ঘটনা খুবই দুঃখজনক।"

লালমনিরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুর-নবী বলেন, "এখন পর্যন্ত বেশ কয়েকটি অভিযোগ পাওয়া গেছে। আমরা ঘটনা তদন্ত করছি এবং অভিযুক্তদের ধরতে অভিযান চলছে।"