লক্ষ্মীপুরে এইচপিভি টিকা নিয়ে অর্ধশতাধিক শিক্ষার্থী অসুস্থ

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, লক্ষ্মীপুর
  • |
  • Font increase
  • Font Decrease

লক্ষ্মীপুরে এইচপিভি টিকা নিয়ে অর্ধশতাধিক শিক্ষার্থী অসুস্থ

লক্ষ্মীপুরে এইচপিভি টিকা নিয়ে অর্ধশতাধিক শিক্ষার্থী অসুস্থ

লক্ষ্মীপুরে জরায়ু ক্যান্সারের ভ্যাক‌সিন (এইচপিভি) প্রতিরোধ টিকা নেওয়ার পর একটি মাদরাসার অর্ধশতাধিক শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছেন। এদের মধ্যে ১৭ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বুধবার (৩০ অক্টোবর) সকালে দত্তপাড়া ইসলামিয়া আলিম মাদরাসায় এ ঘটনা ঘটে বলে জানান ওই বিদ্যালয়ের সহকারী শিক্ষক রেজাউল ইসলাম।

বিজ্ঞাপন

অসুস্থ ১৭ জন শিক্ষার্থীকে লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। অন্যদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয় বলে জানান শিক্ষক রেজাউল ইসলাম।

মাদরাসা ও হাসপাতাল সূত্রে জানা যায়, বুধবার বেলা ১১টার দিকে সদর উপজেলার দত্তপাড়া ইসলামিয়া আলিম মাদরাসায় স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে ১০ থেকে ১৪ বছরের মেয়েদের জরায়ুমুখ ক্যান্সারের টিকা দেওয়া হয়। টিকা দেওয়ার আধা ঘণ্টা পর কয়েকজন ছাত্রী মাথাঘুরে পড়ে যায। এরপর একে একে ১৭ ছাত্রীর বমিভাব ও মাথা ঘুরে পড়ে গিয়ে অসুস্থ হয়ে পড়ে। মাদরাসা কর্তৃপক্ষ তাৎক্ষণিক তাদের সদর হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেয়।

শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা জানান, টিকা নেওয়ার কিছুক্ষণ পর প্রায় ৫০ জন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েন। এদের মধ্যে গুরুতর অসুস্থ শিক্ষার্থীদের সদর হাসপাতালে নিয়ে আসা হয়েছে। তাদের শ্বাসকষ্টসহ নানা সমস্যা দেখা দিয়েছে।

লক্ষ্মীপুর সদর হাসপাতালের শিশু কনসালটেন্ট ডা. মোরশেদ আলম হিরু বলেন, শিক্ষার্থীরা ভয় পেয়েছে, এতে তারা কিছুটা অসুস্থ হয়েছে। তবে তারা এখন সুস্থ আছে।

উল্লেখ্য, বিনামূল্যে ২৪ অক্টোবর থেকে জেলার ৫টি উপজেলার ১ হাজার ৬৭২টি শিক্ষা-প্রতিষ্ঠানে ১ লাখ ১২ হাজার শিক্ষার্থীকে দেওয়া হচ্ছে এইচপিভি টিকা।