১ নভেম্বর থেকে পর্যটকদের জন্য উন্মুক্ত হচ্ছে রাঙামাটি

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, রাঙামাটি
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: বার্তা ২৪

ছবি: বার্তা ২৪

রাঙামাটিতে পর্যটকদের ভ্রমণ নিষেধাজ্ঞা তুলে নিয়েছে জেলা প্রশাসন। ১ নভেম্বর থেকে পর্যটকরা রাঙামাটি ভ্রমণ করতে পারবেন।

বুধবার (৩০ অক্টোবর) রাঙামাটি জেলা প্রশাসনে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে রাঙামাটিতে পর্যটকদের আগমনের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেয়ার কথা জানান রাঙামাটি জেলা প্রশাসক মোহাম্মদ মোশারফ হোসেন খান।

বিজ্ঞাপন

পাহাড় ঘেরা রাঙামাটির বিশাল কাপ্তাই লেক, আর প্রাকৃতিক ঝর্ণার অপার সৌন্দর্য উপভোগ করতে ভ্রমণ পিপাসুরা নিশ্চিন্তে ঘুরে বেড়াতে পারবেন পর্যটন শহর রাঙামাটিতে।

এদিকে পর্যটকদের স্বাগত জানাতে প্রস্তুতি নিয়েছে রাঙামাটির পর্যটন উদ্যোক্তারা। রাঙামাটি পর্যটন হলিডে কমপ্লেক্সসহ বেসরকারি পর্যটন কেন্দ্রগুলো রাঙামাটি ভ্রমণ করতে আসা পর্যটকদের আতিথেয়তা দিতে সকল প্রস্তুতি সম্পন্ন করেছে।