আগামী সপ্তাহে খুলে দেওয়া হবে বান্দরবানের পর্যটন স্পট
আগামী ৭ থেকে ১০ দিনের মধ্যে বান্দরবান পার্বত্য জেলার পর্যটনকেন্দ্র উন্মুক্ত হচ্ছে বলে জানালেন বান্দরবানের জেলা প্রশাসক শাহ মোজাহিদ উদ্দিন।
বুধবার (৩০ অক্টোবর) দুপুরে পর্যটন সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে মতবিনিময়কালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে তিনি এ কথা বলেন।
এসময় জেলা প্রশাসক বলেন, প্রথম পর্যায়ে বান্দরবানের লামা, আলীকদম, নাইক্ষ্যংছড়ি ও বান্দরবান সদর পর্যটকদের জন্য উন্মুক্ত করা হবে। আর এরপরে রুমা, থানচি ও রোয়াংছড়ি উপজেলায় পর্যটকদের ভ্রমণের সুযোগ দেওয়া হবে।
এ সময় তিনি আরও বলেন, দুটি প্রস্তাবনার কথা বলা হয়েছে। পুরো বান্দরবান জেলাকে পর্যটকদের জন্য খুলে দেওয়া অথবা যে কয়টিতে নিরাপত্তাঝুঁকি আছে ওইগুলো বাদ দিয়ে বাকি স্থানগুলো পর্যটকদের ভ্রমণের জন্য খুলে দেওয়া। এছড়া সামনের পর্যটন মৌসুমটাতে আমরা ব্যবসায়ীদের সঙ্গে থাকবো।
এ সময় মতবিনিময় সভায় পুলিশ সুপার (এসপি) শহিদুল্লাহ কাওছার, সেনা রিজিয়নের মেজর মো. শায়েখ উজ জামান, বিশিষ্ট ব্যবসায়ী কাজল কান্তি দাশ, প্রেসক্লাবের সভাপতি আমিনুল ইসলাম বাচ্চু, বান্দরবান রেসিডেন্সিয়াল হোটেল মোটেল রিসোর্ট ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক মো. জসিম উদ্দিনসহ বিভিন্ন দফতরের কর্মকর্তা ও পর্যটনসংশ্লিষ্ট ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত ৬ অক্টোবর অনিবার্য কারণ দেখিয়ে ৮ অক্টোবর থেকে ৩১ অক্টোবর পর্যন্ত পর্যটকদের বান্দরবান ভ্রমণে বিরত থাকার নিদের্শনা দেয় জেলা প্রশাসক। আর এই নিদের্শনার পরপরই বান্দরবানে পর্যটক ভ্রমণ কমে যায়। আর এতে জেলার ৭ উপজেলার হোটেল-মোটেল, রেস্টুরেন্ট বন্ধ হয়ে যায়।