মসজিদে আকসার একক নিয়ন্ত্রণে ইসরায়েল

  • ইসলাম ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

আল আকসা, ফাইল ছবি

আল আকসা, ফাইল ছবি

গাজা যুদ্ধের সুযোগে অধিকৃত পূর্ব জেরুজালেমের পবিত্র আল-আকসা মসজিদ নিয়ন্ত্রণ করছে দখলদার ইসরায়েল। সম্প্রতি ফিলিস্তিনের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে ইসরায়েলের এই কাজের নিন্দা করে জানায়, ‘গাজা উপত্যকায় যুদ্ধ ও গণহত্যার সুযোগকে কাজে লাগিয়ে কট্টরপন্থী দখলদার ইসরায়েলি সরকার ইসলাম ও খ্রিস্ট ধর্মের পবিত্র স্থান আল-আকসা মসজিদ এককভাবে নিয়ন্ত্রণ করছে। যা কোনোভাবেই কাম্য নয়, এটা আন্তর্জাতিক চুক্তির লঙ্ঘন।’

এ সময় টানা ১১ সপ্তাহ মসজিদুল আকসায় জুমার নামাজ পড়তে আসা ফিলিস্তিনি মুসল্লিদের ওপর বিধি-নিষেধমূলক ব্যবস্থা আরোপ তাদের মসজিদে প্রবেশে বাধাসহ ফিলিস্তিনি সাংবাদিকদের ওপর হামলার তীব্র নিন্দা জানায় ফিলিস্তিনের পররাষ্ট্র মন্ত্রণালয়।

বিজ্ঞাপন

বিবৃতিতে বলা হয়, ‘ভোররাতে মুসল্লিদের ফজর নামাজ পড়তে বাধা দেওয়ার মাধ্যমে এসব বিধি-নিষেধমূলক কার্যক্রম শুরু হয়। তখন ইসরায়েলি পুলিশ মসজিদের সব দরজা বন্ধ রাখে এবং জেরুজালেমের বাইরে থেকে নির্ধারিত বয়সসীমার বাইরে কাউকে সেখানে প্রবেশ করতে দেওয়া হয় না। ইসরায়েলি পুলিশ আল-আকসা মসজিদের ওপর কঠোর নিয়ন্ত্রণ অব্যাহত রেখেছে। গত ৭ অক্টোবর থেকে পবিত্র মসজিদে মুসল্লিদের সংখ্যা সীমিত করে জুডাইজেশন পরিকল্পনা অনুসারে উসকানিমূলক প্রচারণা চালানো হয়। চলমান এ তৎপরতায় পবিত্র মসজিদের বিদ্যমান ঐতিহাসিক ও আইনি বাস্তবতার মৌলিক পরিবর্তন আবশ্যম্ভাবী হয়ে পড়ে।’

উল্লেখ্য, গত ৭ অক্টোবর থেকে গাজা উপত্যকায় নৃশংস হত্যাকাণ্ড চালিয়ে আসছে ইসরায়েল। এর পর থেকে জেরুজালেমের পবিত্র মসজিদে আকসায় প্রবেশে কঠোর বিধি-নিষেধ আরোপ করে টহলদার ইসরায়েলি পুলিশ। এতে ২০ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়; যার মধ্যে অর্ধেকের বেশি শিশু ও নারী।