মাওলানা মামুনুল হকের মুক্তি চেয়ে যুব মজলিসের বিক্ষোভ সমাবেশ
বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা মুহাম্মাদ মামুনুল হকসহ সকল নেতৃবৃন্দের মুক্তি ও একদলীয় নির্বাচন বাতিল করে নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে বাংলাদেশ খেলাফত যুব মজলিস।
শুক্রবার (২২ ডিসেম্বর) বাদ জুমা বায়তুল মোকাররম উত্তর গেইটে কেন্দ্রীয় অফিস ও প্রকাশনা সম্পাদক মাওলানা রাকিবুল ইসলামের পরিচালনায় কেন্দ্রীয় সভাপতি পরিষদ সদস্য মাওলানা আবুল হাসানাত জালালীর সভাপতিত্বে সমাবেশটি অনুষ্ঠিত হয়।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিসের ভারপ্রাপ্ত মহাসচিব মাওলানা জালালুদ্দিন আহমদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিসের যুগ্ম-মহাসচিব মাওলানা আতাউল্লাহ আমীন।
সমাবেশে সভাপতির বক্তব্যে মাওলানা আবুল হাসানাত জালালী বলেন, মাওলানা মামুনুল হক এদেশের জনপ্রিয় ও আস্থাভাজন নেতা। মাওলানা মামুনুল হকের মুক্তি শুধু যুব মজলিস নয় এদেশের কোটি মানুষের প্রাণের দাবি। জনতার এ দাবি যদি সরকার না মানে জনগণ রাস্তায় নেমে এ সরকারের পতন ঘটাবে।
সমাবেশে আরও উপস্থিত ছিলেন, যুব মজলিসের কেন্দ্রীয় সংগঠন বিভাগের সম্পাদক মাওলানা ফজলুর রহমান, কেন্দ্রীয় প্রশিক্ষণ ও বায়তুল মাল বিভাগের সম্পাদক মাওলানা জহিরুল ইসলাম, মজলিসে খাস সদস্য মাওলানা শহীদুল ইসলাম, ঢাকা মহানগরীর সভাপতি মাওলানা জাহিদুজ্জামান, বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিসের কেন্দ্রীয় সভাপতি মোল্লা মুহাম্মাদ খালিদ সাইফুল্লাহ, ঢাকা জেলা দক্ষিণের সভাপতি মাওলানা জাকির হুসাইন, ঢাকা জেলা উত্তরের সংগঠন বিভাগের সম্পাদক মাওলানা আব্দুল আজীজ, ঢাকা মহানগরীর সংগঠন বিভাগের সম্পাদক মাওলানা মুর্শিদুল আলম সিদ্দিক, বাইতুল মাল বিভাগের সম্পাদক মাওলানা শহীদুল ইসলাম, প্রশিক্ষণ বিভাগের সম্পাদক মাওলানা আল আবিদ শাকির, সমাজকল্যাণ বিভাগের সম্পাদক মাওলানা রুহুল আমিন, দপ্তর বিভাগের সম্পাদক মিজানুর রহমান, খেলাফত ছাত্র মজলিসের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাহমুদুল হাসান নাইম, তথ্য ও যোগাযোগ বিষয়ক সম্পাদক আবরারুল হক আরিফ ও দপ্তর সম্পাদক হাবীবুল্লাহ মিসবাহসহ বিভিন্ন স্তরের দায়িত্বশীলবৃন্দ।