শ্রীলঙ্কার সংসদ নির্বাচনে দিশানায়েকের দলের ভূমিধস জয়
দক্ষিণ এশিয়ার দ্বীপরাষ্ট্র শ্রীলঙ্কার ১৭তম জাতীয় সংসদ নির্বাচনে বামপন্থী প্রেসিডেন্ট অনুরা কুমারা দিশানায়েকের নির্বাচনী জোট ন্যাশনাল পিপলস পাওয়ার (এনপিপি) ভূমিধস বিজয় অর্জন করেছে। মার্কসবাদী এই নেতা সংকট-পীড়িত দেশটিতে দারিদ্র্য ও দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ের প্রতিশ্রুতি দিয়েছিলেন। সেই প্রতিশ্রুতিই তাঁকে এই বিজয় অর্জনে সাহায্য করেছে।
শুক্রবার (১৫ নভেম্বর) দেশটির নির্বাচন কমিশন জানায়, দিশানায়েকের জোট ন্যাশনাল পিপলস পাওয়ার (এনপিপি) সংসদে দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে। তাঁর দল ২২৫টি আসনের মধ্যে ১৫৯টি আসন পেয়েছে। অন্যদিকে বিরোধী নেতা সাজিদ প্রেমাদাসার জোট সামাগি জনা বালাওয়েগয়া (এসজেবি) পেয়েছে মাত্র ৪০টি আসন। খবর আল জাজিরা।
দুর্নীতির বিরুদ্ধে লড়াই ও পাচার হওয়া অর্থ ফিরিয়ে আনতে দিশানায়েক যে প্রতিশ্রুতি দিয়েছেন সেটার প্রমাণ তাঁর দলের এমন নিরঙ্কুশ বিজয় বলে মনে করছেন দেশটির রাজনীতিবিদরা।
শ্রীলঙ্কায় এবারের নির্বাচনে ৮ হাজার ৮৮০ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন। আর ভোটারের সংখ্যা পৌনে দুই কোটির বেশি। বৃহস্পতিবারের এই ভোটে প্রায় ৬৫ শতাংশ ভোটার অংশ নিয়েছেন।
এবারের নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পাওয়া এনপিপি ২০২০ সালের পার্লামেন্ট নির্বাচনে মাত্র তিন আসনে জয়ী হয়েছিল।