যুদ্ধ বন্ধে ইউক্রেনে বিশেষ দূত নিয়োগ দিচ্ছেন ট্রাম্প

  • আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

ডোনাল্ড ট্রাম্প তাঁর নির্বাচনী প্রচারণায় ঘোষণা দিয়েছিলেন, প্রেসিডেন্ট নির্বাচিত হলে ‘২৪ ঘণ্টার মধ্যে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধ’ করার সমাধান খুঁজে বের করবেন তিনি। প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছে, এখন বাকি কথা রাখার কাজটা করা। সেটাও এখন বাস্তবায়নে কাজ শুরু করেছেন ট্রাম্প।

ডোনাল্ড ট্রাম্প শীগগিরই রাশিয়ার সঙ্গে যুদ্ধ শেষ করার বিষয়ে আলোচনার নেতৃত্ব দেওয়ার জন্য ইউক্রেনে বিশেষ দূত নিয়োগ করবেন বলে আশা করা হচ্ছে বলে জানিয়েছে ফক্স নিউজ।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (১৪ নভেম্বর) মার্কিন টিভি চ্যানেল ফক্স নিউজ বিভিন্ন সূত্রের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে।

ফক্স নিউজ জানায়, খুব শিগগিরই রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধের জন্য ইউক্রেনে বিশেষ দূত নিয়োগ দিতে যাচ্ছেন ট্রাম্প। এ বিষয়ে অভিজ্ঞ এবং বিশ্বাসযোগ্য একজনকে নিয়োগ দেয়া হবে। যিনি এ যুদ্ধের একটি সমাধান খুঁজে বের করতে পারে এবং উভয়পক্ষকে সংলাপের টেবিলে নিয়ে আসা।

বিজ্ঞাপন

এদিকে ট্রাম্প নির্বাচিত হওয়ার পরই তাঁর মন্ত্রিসভায় নতুন নেতৃত্ব নিয়োগ দিতে শুরু করেছেন। সবশেষ রিপাবলিকান কংগ্রেসম্যান ম্যাট গেটজ-কে (৪২) অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প।

এর আগে “ডিপার্টমেন্ট অব গভর্নমেন্ট এফিসিয়েন্সি” বা 'সরকারি দক্ষতা বিভাগের' নেতৃত্ব দিয়েছেন ইলন মাস্ককে। এদিন  ফক্স নিউজের উপস্থাপক পিট হেগসেথকে প্রতিরক্ষামন্ত্রী করারও ঘোষণা দিয়েছেন ট্রাম্প।

উল্লেখ্য, হোয়াইট হাউজে যেতে ট্রাম্পকে অপেক্ষা করতে হবে আগামী ২০ জানুয়ারি পর্যন্ত।