রাশিয়া ২ লাখ শিশুকে ধরে নিয়ে গেছে: জেলেনস্কি

  রুশ-ইউক্রেন সংঘাত
  • আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

ইউক্রেনের ২ লাখ শিশুকে জোর করে ধরে নিয়ে গেছে রাশিয়া বলে অভিযোগ করেছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। এর মধ্যে অনাথ আশ্রমের শিশু, বাবা-মার সঙ্গে থাকা শিশু ও পরিবার থেকে দূরে থাকা শিশুও রয়েছে।

বৃহস্পতিবার (০২ জুন) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞাপন

বুধবার জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে জেলেনস্কি বলেন, এ ধরনের অপরাধমূলক নীতির মাধ্যমে শুধু মানুষকে চুরি করে নিয়ে যাওয়াই হচ্ছে না, যাদেরকে নিয়ে যাওয়া হয়েছে তাদের মন থেকে ইউক্রেনকে মুছে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। এই শিশুদের আর কখনো ইউক্রেনে ফিরিয়ে দেওয়া হবে না বলেও আশঙ্কা করেন তিনি।

জেলেনস্কি আরও বলেন, যারা এই কর্মের জন্য দায়ী ইউক্রেন তাদের শাস্তি দেবে। শুধু তাই নয়, যুদ্ধক্ষেত্রে রাশিয়াকে দেখাবে যে ইউক্রেন জয় করে নেওয়া যাবে না। আমাদের জনগণ আত্মসমর্পণ করবে না এবং আমাদের সন্তানরা দখলদারদের সম্পত্তি হবে না।

তিনি বলেন, যুদ্ধে এখন পর্যন্ত ২৪৩ শিশু নিহত হয়েছে। আহত হয়েছে অনন্ত ৪৪৬ জন এবং ১৩৯ জন নিখোঁজ রয়েছে। তবে, এই সংখ্যা আরও বেশি হতে পারে। কারণ সরকারের কাছে রাশিয়ানসেনাদের দখলকৃত অঞ্চলের পরিস্থিতির সম্পূর্ণ চিত্র নেই বলে জানিয়েছে জেলেনস্কি।