সিনিওয়ারের মৃত্যুর খবর নিশ্চিত করল হামাস

  • আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ইয়াহিয়া সিনওয়ার

ইয়াহিয়া সিনওয়ার

হামাসের প্রধান ইয়াহিয়া সিনওয়ারের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন গোষ্ঠীর এক সিনিয়র নেতা।

শুক্রবার (১৮ অক্টোবর) এক প্রতিবেদনে এ তথ্য জানায় সংবাদমাধ্যম বিবিসি।

বিজ্ঞাপন

ইয়াহিয়া সিনওয়ারের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে এক ভিডিও বার্তা দেন হামাসের সিনিয়র নেতা খলিল আল-হাইয়া।

বিবৃতিতে তিনি বলেন, ‘সিনওয়ার যুদ্ধে মারা গেছেন।’

হামাসের এই কর্মকর্তা বলেছেন, গোষ্ঠীটি ফিলিস্তিনি জনগণের উচ্চাকাঙ্ক্ষা অর্জনের পথে অগ্রসর হবে। এই যাত্রায় সিনওয়ারের মৃত্যু দলটিকে আরও শক্তিশালী করে তুলবে।

ঊর্ধ্বতন এই নেতা আরও বলেন, গাজার উপর আগ্রাসন শেষ না হওয়া এবং উপত্যকায় সেনাদের সম্পূর্ণ প্রত্যাহার না করা পর্যন্ত ইসরায়েলি জিম্মিদের ফিরিয়ে দেয়া হবে না।

হাইয়া বলেন, ‘জেরুজালেমকে রাজধানী করে পুরো এলাকা নিয়ে ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত হামাসের আন্দোলন অব্যাহত থাকবে।’

শহীদ ইয়াহিয়া সিনওয়ারের স্মৃতি স্মরণ করে টেলিভিশনে সম্প্রচারিত ভাষণে খলিল হায়া বলেন, তিনি ছিলেন অটল, সাহসী এবং নির্ভীক। সিনওয়ার আমাদের মুক্তির লক্ষ্যে তার জীবন উৎসর্গ করেছেন। তিনি মাথা উঁচু করে, আগ্নেয়াস্ত্র ধরে, জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত শেষ নিঃশ্বাস পর্যন্ত গুলি চালিয়েছিলেন।

হাইয়া বলেন, ‘তার (সিনওয়ার) পুরো জীবন একজন পবিত্র যোদ্ধা হিসেবে কাটিয়েছেন। ছোট বেলা থেকেই তিনি একজন প্রতিরোধী যোদ্ধা হিসেবে তার সংগ্রামে নিয়োজিত ছিলেন। তিনি ইসরায়েলি কারাগারের ছিলেন এবং বদলি চুক্তির মাধ্যমে মুক্তি পান। এরপরও তিনি সংগ্রাম চালিয়ে গেছেন।’

হামাস প্রধান সিনওয়ারের মৃত্যুর পর গোষ্ঠীর সবচেয়ে সিনিয়র ব্যক্তি হলেন আল-হাইয়া।