রাশিয়া ৫ লাখ টন খাদ্যশস্য চুরি করেছে: জেলেনস্কি

  রুশ-ইউক্রেন সংঘাত
  • আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

ইউক্রেন থেকে অন্তত ৫ লাখ টন খাদ্যশস্য চুরি করেছে রাশিয়া বলে দাবি করেছে দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।

সোমবার (৩০ মে) রাতে দেওয়া ভাষণে এমন দাবি করেন তিনি। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

বিজ্ঞাপন

জেলেনস্কি বলেন, চুরি করা খাদ্যশস্য এখন অবৈধভাবে অন্য কোথাও বিক্রি করার উপায় খুঁজছে মস্কো।

এদিকে যুক্তরাষ্ট্রভিত্তিক মহাকাশ প্রযুক্তি প্রতিষ্ঠান মাক্সার টেকনোলজিস দাবি করেছে, ইউক্রেনের খামার থেকে চুরি করা শস্য বহনকারী একটি রাশিয়ান জাহাজ সিরিয়ার লাতাকিয়া বন্দরে দেখা গেছে।

ইউক্রেনীয় কর্মকর্তাদের মতে, ওই জাহাজে প্রায় ৩০ হাজার টন গম রয়েছে।

ইউক্রেনীয় কর্তৃপক্ষ জানিয়েছে, চলতি মাসের শুরুর দিকে দক্ষিণাঞ্চলের খামার ও সাইলো থেকে রুশ বাহিনী প্রায় চার লাখ টন শস্য জব্দ করেছে। এবং সেগুলো তারা ক্রিমিয়ার সেভাস্তোপল বন্দরের দিকে নিয়ে যায়।

এর আগে, ইউক্রেনের ২২ মিলিয়ন টন খাদ্যশস্য রফতানি আটকে দিয়েছে রাশিয়া বলে অভিযোগ করেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।