ফিনল্যান্ডের ২ কূটনীতিককে বহিষ্কার করল রাশিয়া

  রুশ-ইউক্রেন সংঘাত
  • আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

ফিনল্যান্ডের দুই জন কূটনীতিককে বহিষ্কার করেছে মস্কো। মঙ্গলবার (১৭ মে) রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।

কাতারভিত্তিক সংবাদ মাধ্যম আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়, রুশ দুই কূটনীতিক বহিষ্কারের পাল্টা পদক্ষেপে ফিনল্যান্ডের কূটনীতিকদের বহিষ্কার করল মস্কো।

বিজ্ঞাপন

এক বিবৃতিতে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, এটি ফিনল্যান্ডের বিরুদ্ধে একটি প্রতিবাদ।

এর আগে নিরপেক্ষতার নীতি বদলে ফেলে ফিনল্যান্ড ন্যাটোতে যোগ দেওয়ার আগ্রহ প্রকাশ করে। এ বিষয়ে যুক্তরাজ্যসহ ন্যাটোর অনেক সদস্যদেশ সবুজ সংকেত দিয়েছে। তবে ইউরোপের এই দেশ ন্যাটোতে যোগ দেওয়ার উদ্যোগে আপত্তি জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান।

এদিকে, জোটের অন্যতম সদস্য তুরস্ক কিছু শর্ত জুড়ে দেওয়ায় ফিনল্যান্ডের সদস্যপদ নিয়ে জটিলতা দেখা দিয়েছে।

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান বলেছেন, সবার আগে যে কথা বলতে চাই তা হলো—যারা তুরস্কের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিয়েছে তাদেরকে ইতিবাচক কিছু বলবো না। কারণ, তাদেরকে ইতিবাচক কিছু বললে ন্যাটো আর সামরিক জোট থাকবে না।