ইউক্রেন সফরে মার্কিন ফার্স্ট লেডি জিল বাইডেন

  রুশ-ইউক্রেন সংঘাত
  • আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

যুদ্ধবিদ্ধস্ত ইউক্রেন সফর করেছেন মার্কিন ফার্স্ট লেডি জিল বাইডেন। রোববার (০৮ মে) দেশটির সীমান্তবর্তী শহর উঝহোরোদের একটি স্কুলের অস্থায়ী ত্রাণশিবিরে ইউক্রেনের ফার্স্টলেডি ওলেনা জেলেনস্কার সঙ্গে সাক্ষাৎ করেন তিনি। খবর বিবিসির।

২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে রাশিয়ার আগ্রাসন শুরু হওয়ার পর থেকে জনসমক্ষে দেখা যায়নি ওলেনাকে।

বিজ্ঞাপন

জিল বাইডেন বলেন, এই মা দিবসে আমি ইউক্রেনীয় মা ও তাদের সন্তানদের সঙ্গে থাকতে চেয়েছিলাম। তিনি আরও বলেন, গত কয়েক মাসে বহু ইউক্রেনীয়কে তাদের বাড়ি ছেড়ে পালাতে হয়েছে। ওরা তাদের প্রিয়জনকে ছেড়ে যেতে বাধ্য করেছে। বিনা উসকানিতে ইউক্রেনীয়দের প্রতিদিন যে দুঃখ ও উদ্বেগ অনুভব করতে হয় তা আমি মা হিসেবে কেবল কল্পনা করতে পারি।

এদিকে যুক্তরাষ্ট্র নতুন করে রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে। ভিসা সীমাবদ্ধতাসহ ২৬০০ রাশিয়ান এবং বেলারুশিয়ান ব্যক্তির ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

জি-৭ নেতারা বলেছেন, তারা রাশিয়ান তেল পর্যায়ক্রমে প্রত্যাহার বা নিষিদ্ধ করতে প্রতিশ্রুতিবদ্ধ।