রুশ জেনারেলদের হত্যায় ইউক্রেনকে সহায়তা করেছে মার্কিন গোয়েন্দারা!

  রুশ-ইউক্রেন সংঘাত
  • আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

ইউক্রেনে দীর্ঘ আড়াই মাস ধরে চলছে রাশিয়ার সামরিক অভিযান। চলমান এই অভিযানে বেশ কয়েকজন রুশ জেনারেল নিহত হয়েছেন। নিউ ইয়র্ক টাইমস এক প্রতিবেদনে দাবি করেছেন রুশ জেনারেলদের হত্যায় যুক্তরাষ্ট্র ইউক্রেনীয় সেনাদের তথ্য দিয়ে সহায়তা করছে।

বৃহস্পতিবার (০৫ মে) কাতারভিত্তিক সংবাদ মাধ্যম আল-জাজিরার প্রতিবেদনে এমন তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞাপন

জ্যেষ্ঠ মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে নিউইয়র্ক টাইমস জানিয়েছে, ইউক্রেনে রুশ বাহিনীর অবস্থান ও সম্ভাব্য গতিবিধি সম্পর্কে ওয়াশিংটন ইউক্রেনীয় সেনাদের তথ্য দিয়ে সহায়তা করেছে।

আরও বলা হয়, নিজ দেশের গোয়েন্দাদের তথ্যের সঙ্গে যুক্তরাষ্ট্রের দেওয়া তথ্য মিলিয়ে ইউক্রেন রুশ বাহিনীর ওপর হামলা চালিয়েছে। সেসব হামলায় রুশ সামরিক কর্মকর্তারা নিহত হন।

ইউক্রেনের কর্মকর্তারা বলেছেন, তারা প্রায় সামনের সারির ১২ জন রুশ জেনারেলকে হত্যা করেছেন। সামরিক বিশ্লেষকদের মতে যা খুবই বেশি সংখ্যা।