ইউক্রেনের বিরুদ্ধে আনুষ্ঠানিক যুদ্ধ ঘোষণার খবর ভিত্তিহীন: রাশিয়া

  রুশ-ইউক্রেন সংঘাত
  • আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ৯ মে ইউক্রেনের বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে যুদ্ধ ঘোষণা করতে পারেন বলে দাবি করেছেন মার্কিন ও পশ্চিমা কর্মকর্তারা। তবে, এমন খবরকে ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে রাশিয়া। খবর বিবিসির।

কিন্তু পশ্চিমারা ধারণা করেছেন পুতিন ৯ মে বিজয় দিবসের দিন ইউক্রেনের বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে যুদ্ধ ঘোষণা দিতে পারেন।

বিজ্ঞাপন

ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ অবশ্য বলেছেন, এই গুজবের কোনো সত্যতা নেই।

যুক্তরাজ্যের প্রতিরক্ষা সচিব বেন ওয়ালেস গত সপ্তাহে বলেছিলেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধে ১৯৪৫ সালে নাৎসি বাহিনীকে পরাজিত করার স্মরণে ৯ মে মস্কো সেনাদের গণসংহতি এবং ইউক্রেনে নতুন করে চাপ দেওয়ার জন্য চেষ্টা করতে পারেন।

তিনি এলবিসি রেডিওকে দেওয়া সাক্ষাৎকারে আরও বলেন, আমি আশ্চর্য হব না যে তিনি (পুতিন) বলতে পারেন আমরা এখন নাৎসিদের সঙ্গে যুদ্ধ করছি। তাই রাশিয়ান জনগণকে আমাদের ব্যাপকভাবে সংগঠিত করতে হবে।

জানা গেছে, বিজয় দিবস উপলক্ষে মস্কোতে বার্ষিক কুচকাওয়াজের পাশাপাশি, দক্ষিণ ইউক্রেনের মারিউপোল শহরেও কুচকাওয়াজের পরিকল্পনা করছে মস্কো। মারিউপোলের প্রায় পুরোটাই এখন রাশিয়ার নিয়ন্ত্রণে।