‘মারিউপোলে আটকেপড়া বাসিন্দাদের ভাগ্য এখন পুতিনের হাতে’

  রুশ-ইউক্রেন সংঘাত
  • আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

ইউক্রেনের অন্যতম বন্দর নগরী মারিউপোল দখলে নেওয়ার দাবি করেছে রাশিয়া। রুশ সেনাদের সেখানে আটকে পড়াদের অবরুদ্ধ করে রাখার নির্দেশ দিয়ে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, এখান থেকে যেন একটি মাছিও পালাতে না পারে।

এমন পরিস্থিতিতে মারিউপোলের মেয়র ভাডিম বোইচেংকো বলেছেন, শহরে আটকেপড়া এক লাখ বেসামরিক নাগরিকের ভাগ্য এখন পুতিনের হাতে।

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, উপগ্রহ থেকে পাওয়া গণকবরের ছবি প্রমাণ করে যে রাশিয়ান সেনারা মৃতদেহ লুকানোর চেষ্টা করছে।

শুক্রবার (২২ এপ্রিল) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।

অবরুদ্ধ শহর মারিউপোলের মেয়র সেখানকার অপরাধকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় বেবিন ইয়ারে নাৎসি জার্মানির দ্বারা পরিচালিত গণহত্যার সঙ্গে তুলনা করেছেন।

তিনি বলেন, মারিউপোল হল একবিংশ শতাব্দীর সবচেয়ে বড় যুদ্ধাপরাধের দৃশ্য। এটি নতুন বেবিন ইয়ার।

তিনি বলেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধে হিটলার ইহুদি, রোমা এবং স্লাভদের হত্যা করেছিলেন। আর এখন পুতিন ইউক্রেনীয়দের নির্মূল করছেন। তিনি ইতিমধ্যে মারিউপোলে কয়েক হাজার বেসামরিক মানুষকে হত্যা করেছেন।