কিয়েভে মিলল নিখোঁজ সেই সাংবাদিকের মরদেহ

  রুশ-ইউক্রেন সংঘাত
  • আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

নিখোঁজের প্রায় দুই সপ্তাহ পর ইউক্রেনের রাজধানী কিয়েভের উত্তরাঞ্চলীয় একটি গ্রাম থেকে ফটোসাংবাদিক এবং ডকুমেন্টারি নির্মাতা ম্যাকস লেভিনের (৪০) মরদেহ উদ্ধার করেছে দেশটির পুলিশ। তিনি ইউক্রেনের এলবি.ইউএ নিউজ সাইটে কাজ করতেন।

শনিবার (০২ এপ্রিল) বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, ফটোসাংবাদিক ম্যাকস লেভিন গত ১৩ মার্চ সংঘাতপূর্ণ কিয়েভ অঞ্চল থেকে নিখোঁজ হন। ১ এপ্রিল গুটা মেঝহিরস্কা গ্রামের কাছে তার মরদেহ পাওয়া যায়।

বিজ্ঞাপন

লেভিন ইউক্রেনীয় নিউজ সাইট এলবি.ইউএতে দশ বছরেরও বেশি সময় ধরে কাজ করেছেন। তার তোলা ইউক্রেন যুদ্ধের ছবি পুরো বিশ্ববাসীই দেখেছেন। বিবিসিসহ বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ ও সম্প্রচার মাধ্যমে তিনি ছবি সরবরাহ করতেন।

ইউক্রেনের প্রেসিডেন্টের সহকারী আন্দ্রি ইয়ারম্যাক এক টেলিগ্রাম পোস্টে লেভিনের মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে বলেন, কিয়েভের গুটা মেঝহিরস্কা গ্রামের কাছ থেকে ১ এপ্রিল তার মরদেহ উদ্ধার করা হয়।

গত ২৪ ফেব্রুয়ারি রুশ প্রেসিডেন্ট পুতিনের সামরিক অভিযান ঘোষণার কয়েক মিনিট পরেই ইউক্রেনে বোমা ও ক্ষেপণাস্ত্র হামলা শুরু করে দেশটির সেনারা। এরপর থেকে ইউক্রেন ও রাশিয়ার মধ্যে যুদ্ধ চলছে।