আরেক রুশ লেফটেন্যান্ট জেনারেল নিহত: ইউক্রেন

  রুশ-ইউক্রেন সংঘাত
  • আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় শহর খেরসনের কাছে হামলায় আরেক রুশ লেফটেন্যান্ট জেনারেল নিহত হয়েছেন।

নিহত লেফটেন্যান্ট জেনারেল ইয়াকভ রেজান্টসেভে রাশিয়ার ৪৯তম সম্মিলিত সেনাবাহিনীর কমান্ডার ছিলেন।

বিজ্ঞাপন

শনিবার (২৬ মার্চ) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বিবিসি।

পশ্চিমা সংবাদমাধ্যম জানিয়েছে, ইউক্রেনে রাশিয়ার আক্রমণ শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত প্রায় ছয়জন জেনারেল এবং ব্ল্যাক সি ফ্লিটের একজন ডেপুটি কমান্ডার নিহত হয়েছেন বলে ধারণা করা হচ্ছে।

ইউক্রেনীয় মিডিয়া দাবি করেছে ইয়াকভ রেজান্টসেভকে চোরনোবাইভকা বিমানঘাঁটিতে হত্যা করা হয়েছে। যেটিকে রাশিয়া কমান্ড পোস্ট হিসেবে ব্যবহার করছে।

উল্লেখ্য, গত ২৪ ফেব্রুয়ারি রুশ প্রেসিডেন্ট পুতিনের সামরিক অভিযান ঘোষণার কয়েক মিনিট পরেই ইউক্রেনে বোমা ও ক্ষেপণাস্ত্র হামলা শুরু করে দেশটির সেনারা। এরপর থেকে ইউক্রেন ও রাশিয়ার মধ্যে যুদ্ধ চলছে।