ইউক্রেন আক্রমণ করে ‘বড় ভুল’ করেছেন পুতিন: ন্যাটো

  রুশ-ইউক্রেন সংঘাত
  • আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

ন্যাটো প্রধান স্টলটেনবার্গ বলেছেন, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেন আক্রমণ করে একটি বড় ভুল করেছেন।

বুধবার (২৩ মার্চ) ব্রাসেলসে সামরিক জোটের সহকর্মীদের সঙ্গে আলোচনার আগে ন্যাটো প্রধান সাংবাদিকদের এ কথা বলেন।

বিজ্ঞাপন

তিনি বলেন, পুতিন বড় ভুল করেছেন একটি স্বাধীন সার্বভৌম জাতির বিরুদ্ধে যুদ্ধ শুরু করা। তিনি (পুতিন) ইউক্রেনীয় জনগণের শক্তি এবং তাদের সশস্ত্র বাহিনীর সাহসিকতাকে অবমূল্যায়ন করেছেন। যার মূল্য তাকে দিতে হবে।

স্টলটেনবার্গ বলেন, মার্কিন নেতৃত্বাধীন সামরিক জোটের নেতারা রোমানিয়া, হাঙ্গেরি, স্লোভাকিয়া এবং বুলগেরিয়াতে নতুন করে আরও সেনা মোতায়েন করতে সম্মত হয়েছে। পাশাপাশি দীর্ঘমেয়াদে এই অঞ্চলে প্রতিরোধ এবং প্রতিরক্ষা ব্যবস্থা স্থাপন করা হবে।