চেরনিহিভে দিনে ৪০ জনকে দাফন করা হচ্ছে: মেয়র

  রুশ-ইউক্রেন সংঘাত
  • আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

অবরুদ্ধ ইউক্রেনের উত্তরাঞ্চলীয় কৌশলগত শহর চেরনিহিভে দিনে ৪০ জনকে দাফন করা হচ্ছে। যুদ্ধের আগে শহরটিতে সাধারণত আটজনকে কবর দিতাম।

বুধবার (২৩ মার্চ) স্থানীয় সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে চেরনিহিভের মেয়র ভ্লাদিস্লাভ আত্রোশেঙ্কো একথা জানান।

বিজ্ঞাপন

তিনি বলেন, রুশ সেনারা ইচ্ছাকৃতভাবে বেসামরিক নাগরিক, হাসপাতাল ও স্কুলগুলিকে লক্ষ্য করে গোলাবর্ষণ করছে। যার ফলে শহরটিতে বিদ্যুৎ ও পানি সরবরাহ বিঘ্নিত হচ্ছে। রুশ সেনারা শহরটিকে প্রায় ঘিরে ফেলেছে।

তিনি আরও বলেন, শহরের হাসপাতালে অল্প কিছু স্বেচ্ছাসেবক শত শত আহত ইউক্রেনীদের চিকিৎসা দিচ্ছে। এতে করে আগের তুলনায় শহরে মৃত্যু সংখ্যা বেড়েছে।