‘কিয়েভ দখলের চেষ্টা আত্মহত্যার শামিল’

  রুশ-ইউক্রেন সংঘাত
  • আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

রাশিয়ার প্রধান অগ্রাধিকারগুলির মধ্যে একটি হল ইউক্রেনের রাজধানী কিয়েভের নিয়ন্ত্রণ নেওয়া। কিন্তু এটি করার চেষ্টা হবে আত্মহত্যার শামিল বলে হুঁশিয়ারি দিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্টের চিফ অব স্টাফের উপদেষ্টা ওলেক্সি আরেস্তোভিচ।

মঙ্গলবার (২২ মার্চ) টেলিভিশন দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এই হুঁশিয়ারি দেন।

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, আর দুই-তিন সপ্তাহের মধ্যে এই যুদ্ধ শেষ হতে পারে।

এদিকে, যুদ্ধ শুরুর পর রাশিয়া ও ইউক্রেনের মধ্যে প্রথম যুদ্ধবন্দি বিনিময় হয়েছে। ইউক্রেন নয়জন রাশিয়ান সেনাকে মুক্তি দিয়েছে। বিনিময়ে ইউক্রেনের মেলিটোপোলের মেয়রকে হস্তান্তর করেছে রাশিয়া।

রুশ সেনাদের কিয়েভের উপকণ্ঠে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ মাকারিভ এলাকা থেকে হটিয়ে দেওয়ার দাবি করেছে ইউক্রেনের সামরিক বাহিনী। এর মধ্য দিয়ে উত্তর-পশ্চিম দিক থেকে কিয়েভকে ঘিরে ফেলার রুশ বাহিনীর প্রচেষ্টা প্রতিহত করা হয়েছে বলে জানায় দেশটির সেনাবাহিনী।