রাশিয়া একটি সন্ত্রাসী রাষ্ট্রে পরিণত হয়েছে: জেলেনস্কি

  রুশ-ইউক্রেন সংঘাত
  • আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

ইউক্রেনের প্রেসিডেন্টে ভলোদিমির জেলেনস্কি বলেছেন, বিশ্বকে আনুষ্ঠানিকভাবে স্বীকার করতে হবে যে রাশিয়া একটি সন্ত্রাসী রাষ্ট্রে পরিণত হয়েছে। খবর বিবিসি।

বুধবার (১৬ মার্চ) রাতে এক ভিডিও ভাষণে এ কথা বলেন তিনি।

বিজ্ঞাপন

জেলেনস্কি রাশিয়ার বিরুদ্ধে আরও নিষেধাজ্ঞা, ইউক্রেনকে আরও অস্ত্র এবং নো-ফ্লাই জোনের জন্য নিজের আহ্বান পুনর্ব্যক্ত করেন।

তিনি আরও বলেন, রাশিয়ার সঙ্গে যে কোনও আলোচনা সফলতার জন্য ইউক্রেনের সুরক্ষা পূর্বশর্ত।

‘আলোচনায় আমার অগ্রাধিকারগুলো একেবারে স্পষ্ট। যুদ্ধের সমাপ্তি, নিরাপত্তা গ্যারান্টি, সার্বভৌমত্ব, আঞ্চলিক অখণ্ডতা পুনরুদ্ধার, আমাদের দেশের জন্য প্রকৃত গ্যারান্টি, আমাদের দেশের জন্য প্রকৃত সুরক্ষা, বলেন জেলেনস্কি।