যত দ্রুত সম্ভব শান্তি চায় রাশিয়া

  রুশ-ইউক্রেন সংঘাত
  • আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

কিয়েভের সঙ্গে আলোচনা ধীরগতিতে এগুচ্ছে, তবে মস্কো যত দ্রুত সম্ভব শান্তি অর্জনে আন্তরিক বলে জানিয়েছেন শান্তি আলোচনায় রুশ দূত ভ্লাদিমির মেডিনস্কি।

বুধবার (১৬ মার্চ) রাশিয়ার সংবাদমাধ্যম তাসকে তিনি এ কথা বলেন।

বিজ্ঞাপন

মেডিনস্কি বলেন, ইউক্রেনের সঙ্গে শান্তি আলোচনা ধীরগতিতে এগুচ্ছে। অবশ্যই, শান্তি আলোচনা আরও দ্রুত এগিয়ে যাক আমরা চাই। এটা রাশিয়ার আন্তরিক ইচ্ছা। আমরা যত দ্রুত সম্ভব শান্তি অর্জন করত চাই।

তিনি আরও বলেন, আমরা প্রধান সমস্যাগুলো চিহ্নিত করার চেষ্টা করছি, যাতে করে একটা সমাধানে যাওয়া যায়। এ ছাড়া আমরা ইউক্রেনকে একটি শান্তিপূর্ণ, নিরপেক্ষ ও বন্ধু দেশ হিসেবে দেখতে চাই। যা ন্যাটোর দুর্গ বা আমাদের ক্ষতি করতে চায় এমন কারও আশ্রয়স্থল হবে না।