ইউক্রেনে টিভি টাওয়ারে রাশিয়ার বোমা হামলা, নিহত ৯

  রুশ-ইউক্রেন সংঘাত
  • আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

ইউক্রেনে একটি টেলিভিশন টাওয়ারে বোমা হামলা চালিয়েছে রুশ বাহিনী। এতে অন্তত ৯ জন নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন আরও ৯ জন। খবর আল-জাজিরার।

স্থানীয় সময় সোমবার (১৪ মার্চ) সন্ধ্যায় ইউক্রেনের পশ্চিমাঞ্চলের শহর রিভনে ভয়াবহ এ হামলার ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

রিভনের আঞ্চলিক প্রশাসনিক প্রধান ভিটালি কোভাল এক টেলিগ্রাম বার্তায় এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বার্তায় লিখেছেন, ‘টেলিভিশন টাওয়ার হামলা হয়েছে। ৯ জন ঘটনাস্থলে মারা গেছেন। আরও ৯ জন গুরুতর আহত। তাদের হাসপাতালে নেওয়া হয়েছে। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে।’

গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক অভিযান শুরু করে রাশিয়ান বাহিনী। এ অভিযানে এখন পর্যন্ত দেশটিতে ৬৩৬ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। এর মধ্যে ৯০ জন শিশু রয়েছে। এছাড়া আরও শতাধিক শিশু গুরুতর আহত হয়েছে।

রুশ বাহিনীর হামলার মুখে নিরাপদ আশ্রয়ের খোঁজে বাড়ি ছেড়েছেন প্রায় ২৮ লাখ ইউক্রেনীয় নাগরিক। তারা পার্শ্ববর্তী দেশ পোল্যান্ড, রোমানিয়াসহ ইউরোপের বিভিন্ন দেশে শরণার্থী হিসেবে আশ্রয় নিয়েছেন।

তবে ইউক্রেনকে নিরস্ত্রীকরণের জন্যই রাশিয়া বিশেষ অভিযান চালিয়েছে বলে দাবি করে আসছে ক্রেমলিন। মস্কোর দাবি, ইউক্রেনে কোনো বেসামরিক নাগরিকদের লক্ষ্যবস্তু করছে না রুশ বাহিনী।