চীনের কাছে সামরিক সহায়তা চায়নি রাশিয়া: ক্রেমলিন

  রুশ-ইউক্রেন সংঘাত
  • আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

চীনের কাছে সামরিক ও অর্থনৈতিক সহায়তা চাইছে রাশিয়া, মার্কিন কর্মকর্তাদের এমন দাবিকে অস্বীকার করেছে ক্রেমলিন।

সোমবার (১৪ মার্চ) ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ মার্কিন কর্মকর্তাদের দাবি প্রত্যাখ্যান করে এক বিবৃতিতে এমন দাবি করেছেন।

বিজ্ঞাপন

তিনি বলেন, রাশিয়া চীনকে সামরিক সহায়তার জন্য অনুরোধ করেনি এবং ইউক্রেনে বিশেষ অভিযান চালিয়ে যাওয়ার ক্ষমতা রাশিয়ার রয়েছে।

তিনি আরও বলেন, ইউক্রেনে বিশেষ অভিযান রাশিয়া পুরোপুরি বাস্তবায়ন করবে।

রোববার (১৩ মার্চ) গোয়েন্দা সূত্রের বরাতে মার্কিন সংবাদমাধ্যম ফিন্যান্সিয়াল টাইমস (এফটি) ও নিউইয়র্ক টাইমসের খবরে বলা হয়, চীনের কাছে সামরিক ও অর্থনৈতিক উভয় ধরনের সহায়তা চাইছে রাশিয়া।

নাম প্রকাশে অনিচ্ছুক মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে এফটি জানিয়েছে, রাশিয়া আগ্রাসনের শুরু থেকেই চীনা সরঞ্জামের জন্য অনুরোধ করে আসছে। তবে ওই কর্মকর্তারা রাশিয়া কী ধরনের সরঞ্জাম চাইছে তা উল্লেখ করতে অস্বীকার করেন।