রুশ বাহিনী কিয়েভ থেকে ২৫ কিমি দূরে

  রুশ-ইউক্রেন সংঘাত
  • আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

রুশ বাহিনী ইউক্রেনের রাজধানী কিয়েভের কেন্দ্র থেকে ২৫ কিলোমিটার (১৫ মাইল) দূরে আছে বলে জানিয়েছে ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রণালয়।

শনিবার (১২ মার্চ) সিএনএনের প্রতিবেদনে এ কথা বলা হয়েছে।

বিজ্ঞাপন

বিবিসির খবরে বলা হয়েছে, ৪০ মাইল দীর্ঘ রাশিয়ার সামরিক কনভয় কিয়েভের উত্তর দিক দিয়ে প্রবেশের চেষ্টা করতে পারে। কনভয়টি সম্ভবত শহরটি ঘেরাও করার চেষ্টা করবে।

রাশিয়াকে সতর্ক করে বলা হয়েছে, হতাহতের সংখ্যা ক্রেমলিনের প্রত্যাশার চেয়েও বেশি হতে পারে।

ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সর্বশেষ গোয়েন্দা আপডেট অনুযায়ী, রাশিয়া এখনও ইউক্রেনের আকাশসীমা নিয়ন্ত্রণে নিতে পারেনি। যা রাশিয়ান বিমান বাহিনীর কার্যকারিতা ব্যাপকভাবে হ্রাস করেছে।

এদিকে, ইউক্রেনের চেরনিহিভ, খারকিভ, মারিউপোল এবং সুমি শহর দখলে নিতে রুশ বাহিনী ভারী গোলাগুলি অব্যাহত রেখেছে।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি শনিবার (১২ মার্চ) এক ভিডিও বার্তায় দেশটির নাগরিকদের বলেছেন, রাজধানী কিয়েভ এখনও তাদের নিয়ন্ত্রণে আছে এবং লড়াই চলছে।