কাবুলে মার্কিন ড্রোন হামলা সম্পূর্ণ বেআইনি: তালেবান

  • আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: আলজাজিরা

ছবি: আলজাজিরা

আফগানিস্তানের রাজধানী কাবুলের হামিদ কারজাই আন্তজার্তিক বিমানবন্দরের পাশেই মার্কিন বিমানবাহিনীর ড্রোন হামলার তীব্র নিন্দা জানিয়েছে তালেবান। সোমবার (৩০ আগস্ট) তালেবানের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ এ নিন্দা জানান। খবর আল-জাজিরার।

তিনি বলেছেন, ‘আফগানিস্তান স্বাধীন একটি রাষ্ট্র। অন্য দেশের মাটিতে যুক্তরাষ্ট্রের এ হামলা সম্পূর্ণ বেআইনি। যদি আফগানিস্তানে কোনো হামলার আশঙ্কার তথ্য যুক্তরাষ্ট্রের কাছে থাকে, তবে তা আফগান কর্তৃপক্ষকে জানানো উচিত ছিল।’

বিজ্ঞাপন

জাবিহুল্লাহ মুজাহিদ বলেন, ‘যুক্তরাষ্ট্রের অতর্কিত এ হামলায় শিশুসহ বেসামরিক মানুষের প্রাণহানির ঘটনা ঘটেছে। যা অত্যন্ত নিন্দানীয় ও দুঃখজনক।’

আরও পড়ুন: কাবুলে মার্কিন ড্রোন হামলায় ৬ শিশুসহ নিহত ৯

রোববার (২৯ আগস্ট) কাবুলের হামিদ কারজাই বিমানবন্দরের কাছে সন্দেহভাজন এক বোমা হামলাকারীকে লক্ষ্য করে যুক্তরাষ্ট্রের বিমানবাহিনী ড্রোন হামলা চালায়। এতে একই পরিবারের ছয় শিশুসহ অন্তত নয়জন নিহত হয়েছেন।

এর আগে গত ২৬ আগস্ট কাবুলের হামিদ কারজাই বিমানবন্দরে আত্মঘাতী বোমা হামলায় ১৩ মার্কিন সেনাসহ ১৭৫ জন নিহত হন।