হামাসের শীর্ষ নেতা ইয়াহিয়া সিনওয়ার নিহতের গুঞ্জন

  • আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

গাজায় একটি সামরিক অভিযানে হামাসের শীর্ষ নেতা ইয়াহিয়া সিনওয়ার নিহত হয়েছেন। তবে তাকে হত্যা করা হয়েছে কিনা তা পরীক্ষা করা হচ্ছে বলে জানিয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী।

বৃহস্পতিবার (১৭ অক্টোবর) সামরিক বাহিনী এক বিবৃতিতে বলেছে যে গাজায় অভিযানের সময় তিন জঙ্গি নিহত হয়েছে। তিবে বিবৃতিতে কারো পরিচয় এখনও নিশ্চিত করা যায়নি, তবে সম্ভাবনা করা হচ্ছে যে তিনজনের একজন সিনওয়ার। খবর গার্ডিয়ানের।

বিজ্ঞাপন

এতে বলা হয়, যে ভবনটিতে তিন জঙ্গিকে হত্যা করা হয়েছে সেখানে ইসরায়েলি জিম্মিদের উপস্থিতির কোনো লক্ষণ নেই।

এখন পর্যন্ত ইয়াহিয়া সিনওয়ার নিহতের বিষয়ে হামাসের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।

সিনওয়ার ৭ অক্টোবরে ইসরায়েলে হামাসের আক্রমণের অন্যতম প্রধান পরিকল্পনাকারী ছিলেন।

ইরানের রাজধানী তেহরানে আপাত ইসরায়েলি হামলায় জুলাই মাসে ইসমায়েল হানিয়াহকে হত্যার পর তাকে গ্রুপের শীর্ষ নেতা হিসাবে নির্বাচিত করা হয়েছিল।