ঘোষণা ছাড়াই বন্ধ ‘ভূত এফএম’

  • বিনোদন ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

‘ভূত এফএম’ ও রেডিও ফুর্তি

‘ভূত এফএম’ ও রেডিও ফুর্তি

টানা ১০ বছর ধরে জনপ্রিয়তার শীর্ষে থাকা রেডিও ফুর্তির জনপ্রিয় ‘ভূত এফএম’ এর শেষ পর্ব প্রচারিত হয়েছে গেল ১৩ ডিসেম্বর (শুক্রবার)। যদিও গেল ২৭ ডিসেম্বর শেষ পর্ব প্রচারের কথা থাকলেও পর্বটি প্রচার না করে রেডিও ফুর্তি কর্তৃপক্ষ অনুষ্ঠানটি বন্ধ ঘোষণা করে দিয়েছে। গণমাধ্যমের কাছে এমন দাবি করেছেন অনুষ্ঠানটির সঞ্চালক আশরাফুল আলম রাসেল।

আশরাফুল আলম রাসেল বলেন, কোনো পূর্ব পরিকল্পনা ছাড়াই কোনো কারণ না জানিয়ে হঠাৎ করেই অনুষ্ঠানটি বন্ধ করে দিয়েছে রেডিও ফুর্তি কর্তৃপক্ষ। নতুন করে অনুষ্ঠানটি চালু হবে কি না এই বিষয়ে আমি কিছুই জানি না।

বিজ্ঞাপন

যদিও জনপ্রিয় এই অনুষ্ঠান বন্ধ প্রসঙ্গে রেডিও ফুর্তির কোন বক্তব্য পাওয়া যায়নি।

প্রস্তুতি ছাড়াই রেডিও ফুর্তিতে ২০১০ সালের ১৩ আগস্ট শুরু হয় ‘ভূত এফএম’।

বিজ্ঞাপন