মীরের টানা ১২ ঘণ্টার লাইভ, সঙ্গী জয়াও

  • বিনোদন ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

মীর ও জয়া

মীর ও জয়া

ওপার বাংলার জনপ্রিয় রেডিও জকি, উপস্থাপক, গায়ক ও অভিনেতা মীর আফসার আলী। বর্তমানে ভারতের জনপ্রিয় রেডিও মির্চিতে রেডিও জকি হিসাবে কর্মরত আছেন মীর।

এদিকে রেডিও জকি হিসেবে আজ এক রেকর্ড গড়তে যাচ্ছেন মীর। বড়দিনের বিশেষ আয়োজনে রেডিও মির্চি বাংলাতে সকাল ৭টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত টানা ১২ ঘণ্টার লাইভ প্রোগ্রাম উপস্থাপনা করবেন তিনি।

বিজ্ঞাপন
মীরের অনুষ্ঠানে প্রসেনজিত ও জয়া

আর মীরের এমন রেকর্ডের দিনে তার সঙ্গী হয়েছেন বাংলাদেশের জয়া আহসানও। কলকাতার সিনেমা হলে আগামী ২৭ ডিসেম্বর মুক্তি পাচ্ছে প্রসেনজিত ও জয়া আহসানের ‘রবিবার’। সিনেমাটির প্রচারণায় অংশ নিতে মির্চির স্টুডিওতে হাজির হয়েছিলেন দুই দেশের এই দুই স্টার।