কেমন ছিলো চিরকুটের বিলেত সফর?

  • স্টাফ করেসপন্ডেন্ট
  • |
  • Font increase
  • Font Decrease

এই প্রথমবার বিলেত গেছে চিরকুট, গত ২৮ জুন, বৃহস্পতিবার।

সেখানে বৈশাখী মেলা আয়োজিত হয়েছে জুলাইয়ের প্রথম দিন, লন্ডনের টাওয়ার হ্যামলেটসের উইভারস ফিল্ডসে।

প্রায় দেড় ঘন্টা গান করেছে চিরকুট। আমন্ত্রণ টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের।

/uploads/files/3exTC1viIK8yFWu2eeqSIcPFsdziKxZAAXtesNyv.jpeg

আরও পড়ুন: এ কী করছেন পপি!

বেশ বড়সংখ্যক বাঙালি জনগোষ্ঠীর অবস্থান যুক্তরাজ্যে। সেখানকার অর্থনীতিতে তো বটেই, বাংলাদেশের অর্থনীতিতেও ভালই অবদান রাখছেন তারা। বৈশাখী মেলা আয়োজন উপলক্ষে তাদেরকে বাংলা গান শুনিয়েছে ব্যান্ড চিরকুট। এটা আনন্দদায়ক এবং বড় ব্যাপার, এমনটাই জানিয়েছেন ব্যান্ডের অন্যতম সদস্য সুমি।

বিজ্ঞাপন


এর আগে যুক্তরাষ্ট্র, ভারত, শ্রীলঙ্কা, মালয়েশিয়া নরওয়ে সফর করেছে বর্তমান সময়ে সরব থাকা দেশের অন্যতম শীর্ষ ব্যান্ড চিরকুট। সেইসব যায়গায় বাংলা ভাষাভাষী লোকজনের সংখ্যা কম ছিলো। কিন্তু এবারের অনুষ্ঠানে অংশগ্রহণ করেছে প্রচুর বাঙালি। ইউরোপের বিভিন্ন দেশ থেকে অনেক লোকজন এসেছে লন্ডনের টাওয়ার হ্যামলেটসের উইভারস ফিল্ডসের এই মেলায়।


দেশের বাইরের অন্য সব অনুষ্ঠানে গান গেয়ে ব্যাপক প্রশংসা পেয়েছে এর আগে চিরকুট। এবারও ব্যতিক্রম হয়নি।


আরও পড়ুন: এ কী হাল আয়েশা টাকিয়ার!

টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের আমন্ত্রণ যেহেতু, লন্ডনে এবার শুধু এই একটি অনুষ্ঠানেই গান করেছে চিরকুট। অংশ নিয়েছে অন্য কিছু অনুষ্ঠানে।

বাকি সময় ঘুরে বেরিয়েছে ইচ্ছেমতো।

সপ্তাহব্যাপী সফর শেষে আজ ৬ তারিখে দেশে ফেরার কথা চিরকুটের।